শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত

জোবায়ের হোসেন,ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী সড়কে একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রন হারিয়ে আবু সায়েদ সুমন(৩৩) নামে গাড়িটির চালক নিহত হয়েছেন।

বুধবার (১লা মে) সকাল ৬ টার দিকে সোনাগাজীর মামার দরবার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তখন তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আরেক সিএনজি চালক জানান,সোনাগাজী থেকে আসার পথে দেখেন একজন যাত্রী সহ সিএনজি অটোরিকশা টা সড়কে উল্টে পড়ে আছে। তবে যাত্রী সামান্য আহত হলেও চালক সুমন গুরুতর আহত হন।

সুমনের মামা কপিল উদ্দিন বলেন, সুমন সিএনজিতে গ্যাস নেওয়ার জন্য ভোর ৬ টার দিকে বাড়ি থেকে বের হয়। লালপোলের দিকে আসার পথে ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

সুমনের মামা কপিল উদ্দিন জানান, সুমন সোনাগাজী উপজেলার ৭নং সোনাগাজী ইউনিয়নের চরখোয়াজ গ্রামের আলী আফসারের ছেলে। সে তার পরিবার নিয়ে নিজ গ্রামের বাড়িতেই বসবাস করতেন। তার একজন ছেলে সন্তান রয়েছে। তিনি নিজের সিএনজি নিজেই চালাতেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

জলঢাকায় নার্সদের মানববন্ধন