শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বদলি হচ্ছেন কক্সবাজারের সব পুলিশ

যা যা মিস করেছেন

কক্সবাজার জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের পর এবার নিম্নস্তরের কর্মকর্তাসহ সব কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত বদলি হওয়া পুলিশের জনবলের এই সংখ্যা এক হাজার ৩৪৫ বলে জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

কক্সবাজারে নতুন যোগ দেওয়া এসপি মোহাম্মদ হাসানুজ্জামান জানান, গতকাল শুক্রবার জেলা পুলিশের এসআই, এএসআই, কনস্টেবল মিলে এক হাজার ৩০৯ জনের বদলির আদেশ এসেছে। এর আগে ৪৬ জন এসপি, অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শককে বদলি করা হয়। পুলিশ সদর দপ্তর এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট যাঁরা থাকবেন তাঁদেরও বদলির আদেশ আসবে বলে জানিয়েছেন তিনি।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, কক্সবাজার জেলা পুলিশকে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। আর এ জন্য কক্সবাজারে দায়িত্ব পালন করা শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবাইকেই বদলি করা হচ্ছে।

কক্সবাজার জেলা পুলিশের সূত্র মতে, গতকাল পর্যন্ত এই বদলির সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৪৫। এর মধ্যে রয়েছে এসপি, অতিরিক্ত পুলিশ সুপারসহ আটজন শীর্ষ কর্মকর্তা, আট থানার ওসিসহ ৩৪ জন পরিদর্শক, ১৫৮ জন উপপরিদর্শক (এসআই), ৯২ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), এক হাজার ৫৫ জন নায়েক ও কনস্টেবল। সবাইকেই চট্টগ্রাম রেঞ্জের বাইরে ভিন্ন রেঞ্জে বদলি করা হচ্ছে। বৃহস্পতিবার বদলি করা হয় ওসিসহ ৩৪ জন পরিদর্শককে।

পুলিশ সূত্র জানিয়েছে, বদলি হওয়া শূন্য পদ পূরণে গতকাল চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগ দেন আট থানার ওসিসহ ৩৭ জন পুলিশ পরিদর্শক, ৮৫ জন এসআই-এএসআই ও ৭৩৪ জন কনস্টেবল। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কক্সবাজার জেলা পুলিশে সম্পূর্ণ নতুন জনবল যোগ দেবে। গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনকে রাজশাহীর এসপি হিসেবে বদলি করা হয়। আর ঝিনাইদহের এসপি মোহাম্মদ হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দেওয়া হয়। তিনি বুধবার দায়িত্বভার গ্রহণ করেন। বৃহস্পতিবার এসপি মাসুদ হোসেন কক্সবাজার থেকে বিদায় নেন। ২১ সেপ্টেম্বর বদলি করা হয় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ অন্য সাত শীর্ষ কর্মকর্তাকে।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডে বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনার পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ সদর দপ্তর।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security