শনিবার, মে ২৫, ২০২৪

নৌবাহিনীতে যুক্ত হচ্ছে দুটি সাবমেরিন

যা যা মিস করেছেন

চলতি বছরেই বাংলাদেশ নৌবাহিনীতে দুটি সাবমেরিন যুক্ত হচ্ছে। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে একথা জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

sabmerine-the-mail-bd

মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে যান নৌপ্রধান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতিকে জানান, সাবমেরিন নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ বছরেই বাংলাদেশে এসে পৌঁছাবে।”

সরকার ঘোষিত ‘ফোর্সেস গোল-২০৩০’ এর আওতায় নৌবাহিনীর উন্নয়ন কাজ এগিয়ে চলছে এবং বাংলাদেশে ফ্রিগেট নির্মাণ প্রক্রিয়াধীন বলেও জানান এডমিরাল নিজাম। তিনি রাষ্ট্রপতিকে তার বাহিনীর সার্বিক কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানান।

নৌপ্রধান চট্টগ্রামে বিএনএস ঈশা খাঁকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান বলে প্রেস সচিব জানান।

তিনি বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশের সমুদ্রসীমা এবং সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। 

“এছাড়া বিশাল সমুদ্র এলাকায় ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানোর জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।”

গ‌্যাস উন্নয়ন তহবিলে ৭৭০০ কোটি টাকা

নৌপ্রধানের পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাকসুদুল হক রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান। তিনি কমিশনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রপতিকে জানান বলে প্রেস সচিব জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “বিইআরসির চেয়ারম্যান রাষ্ট্রপতিকে জানান, গ্যাস উন্নয়ন তহবিলের আওতায় ইতোমধ্যে কমিশন প্রায় সাত হাজার ৭০০ কোটি টাকা তহবিল গঠন করেছে। এ তহবিল থেকে দেশের গ্যাস-বিদ্যুৎ খতের উন্নয়নে বিভিন্ন প্রকল্পে সহায়তা দেওয়া হচ্ছে।”

বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বিদ্যুৎ-গ্যাস খাতের মামলা নিষ্পত্তিতে বিইআরসি সক্রিয় ভূমিকা রাখছে।

প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি প্রাকৃতিক সম্পদ ও গ্যাস-বিদ‌্যুতের যথাযথ ব্যবহার নিশ্চিত ও অপচয় রোধে কমিশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

“এছাড়া কমিশনের সকল সিদ্ধান্তে যাতে জনস্বার্থের প্রতিফলন ঘটে তা নিশ্চিতের আহ্বানও জানান রাষ্ট্রপতি।”

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security