বুধবার, মে ২২, ২০২৪

মিরপুরে বিসিআইসি কলেজের দুই ছাত্রীর ওপর হামলা

যা যা মিস করেছেন

রাজধানীর মিরপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই কলেজ ছাত্রীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। বুধবার সকালে শাহআলী থানার চিড়িয়াখানা রোডে বিসিআইসি কলেজের একাদশ দুই ছাত্রীকে পিটিয়ে পা ভেঙে দেয়া হয় বলে জানিয়েছে আহতের স্বজনরা।

bcic-college-the-mail-bd

 

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। ছাত্রীদের উপর হামলার প্রতিবাদে প্রায় আধঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠীরা। অভিযুক্ত লুত্ফর রহমান বাবু নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও আহতদের সহপাঠীরা জানান, বুধবার সকালে কলেজ ছুটির পর সানিয়া হাবীব (১৭) ও আসোয়াদ হাবীব (১৭) বাসায় ফিরছিল। তারা দুইজন জমজ বোন। কলেজের সামনে ফুটপাতের দোকানে বসে থাকা কয়েকজন বখাটে এ সময় তাদের উত্ত্যক্ত করে। বখাটেরা তাদেরকে ‘ফার্মের মুরগী’ বলে অশ্লীল ইঙ্গিত করতে থাকে। দুইবোন বখাটেদের প্রতিবাদ করায় তাদের ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এরপর বখাটে লুত্ফর রহমান বাবু ও জীবন করিম বাঁশ দিয়ে তাদের পিটিয়ে পালিয়ে যায়।

হামলাকারী জীবন ও বাবু মিরপুরের কামাল হাউজিং এবং মুক্তিযোদ্ধা স্টাফ কোয়াটার কলোনীর বাসিন্দা। ছাত্রীদের উপর বখাটের হামলার প্রতিবাদে সহপাঠীরা প্রায় আধ ঘন্টা মিরপুর সনি সিনেমা হলের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পরে অভিযুক্তদের শাস্তির আশ্বাস পেয়ে তারা কলেজে ফিরে আসে।

মিরপুর বিসিআইসি কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, দুবোনের মধ্যে একজনের পা ভেঙে গেছে। পরবর্তীতে আমরা গিয়ে তাদের উদ্ধার করি। পুলিশে খবর দেই। পুলিশ ও শিক্ষার্থীদের বাবা আহসান হাবীব আসেন।

পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে। শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে প্রতিবাদ করেছে। পরে শিক্ষক ও পুলিশ তাদেরকে শান্ত করে কলেজে নিয়ে আসে। তারা কলেজের মানবিক প্রথম বর্ষের ছাত্রী। পরিবারের সাথে পূর্ব মনিপুর এলাকায় তারা থাকেন।

শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন জানান বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ পৌঁছে লুত্ফর রহমান বাবু নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট জীবন নামে আরো এক বখাটেসহ তার সহযোগীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা নিয়েছে। তারা শারীরিক আঘাত পেয়েছে। তবে পা ভাঙেনি। 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security