বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

‘কাউন্সিলের লক্ষ্য হবে দারিদ্রমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা’

যা যা মিস করেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আসন্ন কাউন্সিলের লক্ষ্য হবে দল পুনর্গঠন করে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে সরকারের চলমান উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা।’

seikh-hasina-in-at-gonovobon-the-mail-bd

তিনি বলেন, ‘প্রতিটি ক্ষেত্রেই দেশের দ্রুত উন্নয়ন হয়েছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এই উন্নয়নের সফলতা গ্রামীণ জনগণের কাছে পৌঁছাচ্ছে। আমাদের উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং দলের প্রত্যেকটি নেতা-কর্মীকে বিষয়টি মনে রাখতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের আসন্ন ত্রিবার্ষিক কাউন্সিল উপলক্ষে দলের কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তৃতায় এ কথা বলেন।

এ সময় শেখ হাসিনা বলেন, ‘মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নেই বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।’

‘ইতোপূর্বে কাউন্সিলের ঘোষণাপত্রের প্রতিশ্রুতিসমূহের অনেকগুলোই আমরা বাস্তবায়ন করেছি’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন কাজ আরো ভালভাবে এবং কিভাবে মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করা যায় তারই প্রতিফলন ঘটবে এবারের ঘোষণা পত্রে। এবার আরও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেয়া হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তার সরকারের আমলে ৫ম ও ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন শুরু করলেও মাঝে বিএনপি সরকার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করেনি।’

জনগণ নয়, তাদের (বিএনপি) মূল লক্ষ্য ছিল কিভাবে নিজেরা সম্পদশালী হবে সে চেষ্টা করা এমন অভিমত ব্যক্ত করে তিনি বলেন, ‘এ জন্যই অ্যাডহক ভিত্তিতে তারা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে। অন্যদিকে তার সরকার দেশের উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার পাশাপাশি সামগ্রিক উন্নয়নে ১০ বছর মেয়াদি পরিকল্পনাও বাস্তবায়ন করে যাচ্ছে।’

সংগঠনের গঠনতন্ত্রে সংশোধনী আনার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধি এবং যুগের প্রয়োজনে সংগঠনের গঠনতন্ত্রে কিছু সংশোধনী আনা হচ্ছে। গঠনতন্ত্রে কিছু কিছু সংশোধনী আনার মাধ্যমে পরিবর্তিত গঠনতন্ত্রে তৃণমূল থেকে কিভাবে সংগঠন গড়ে উঠবে তার কিছু রূপরেখা এতে থাকবে।’

‘আমরা গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি এবং ঘোষণাপত্র প্রণয়ন উপ-কমিটি করে দিয়েছিলাম’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।’

আগামী ২২ ও ২৩ অক্টোবরের কাউন্সিলকে ঘিরে দলের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনার সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে এই আস্থার সৃষ্টি হয়েছে যে, তারাই (আওয়ামী লীগ) আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে।’

প্রধানমন্ত্রী এ সময় দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন-খাতে তাঁর সরকারের সাফল্য তুলে ধরেন।

-বাসস।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security