মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

দেশে কোরবানিযোগ্য পশু এক কোটি পাঁচ লাখ

যা যা মিস করেছেন

প্রাণিসম্পদ মন্ত্রণালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছর কোরবানির সময় ৯৬ লাখ ৩৫ হাজার পশু প্রয়োজন হয়েছিল। আর এবার কোরবানিযোগ্যে ৩৩ লাখ গরু ও মহিষ এবং ৭২ লাখ ছাগল ও ভেড়া রয়েছে।

ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যাবহার করে কোরবানির পশু মোটাতাজা করা হয়েছে কি না তা পরীক্ষা করতে এবার সিটি করপোরেশনসহ জেলা-উপজেলা পর্যায়ে পশুর হাটগুলোতে এক হাজার মেডিকেল টিম নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রোববার ‘কোরবানির পশুর হাটে সুস্থ-সবল গবাদিপশু সরবরাহ ও বিক্রয় নিশ্চিতকরণ’ শীর্ষক এক সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের জানান, এবার গরুর হাটে এক হাজার ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। প্রতিটি টিমে একজন পশু চিকিৎসক এবং দুজন সহকারী থাকবেন।

গতবছর পশুর হাটগুলোতে পর্যবেক্ষণ চালানোর জন্য  ৮৯৪টি মেডিকেল টিম কাজ করেছিল বলে জানান তিনি।

মহাপরিচালক বলেন, পশু চিকিৎসক দল হাটে একটি বুথে চিকিৎসা সরঞ্জাম নিয়ে অবস্থান করবে। পশুর শরীরে ক্ষতিকর উপাদান পরীক্ষাসহ কোনো অসুস্থ প্রাণী পেলে শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করবে।

“মেডিকেল টিমগুলো কোরবানি ঈদের আগের দিন পর্যন্ত তিন দিন পশুর হাটে অবস্থান করবে। উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ একটি করে হাটে মেডিকেল টিম থাকবে।”

চোরাইপথে আসা গবাদিপশুর মোটাতাজাকরণ ওষুধসহ গবাদিপশুর স্বাস্থ্যপরীক্ষা এবং রোগবালাইরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।

ঈদের আগে নির্দিষ্ট সময় পর্যন্ত গরু মোটাতাজাকরণসহ বিভিন্ন ক্ষতিকারক ওষুধ যেন প্রেসক্রিপশন ছাড়া বিক্রি না হয় তাও নিশ্চিত করা হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security