সোমবার, এপ্রিল ২২, ২০২৪

ভূমিকম্পে সিলেট নার্সিং কলেজ হোস্টেল ভবনে ফাটল,হল ত্যাগের নির্দেশ

যা যা মিস করেছেন

Shylet the mail bd
ভূমিকম্পে সিলেট নার্সিং কলেজ হোস্টেল ভবনের বহু অংশে ফাটল দেখা দেয়ার ধ্বসের আশঙ্কায় ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হেয়েছে।
শনিবার কলেজ কর্তৃপক্ষ এ নির্দেশ দেয়। প্রসঙ্গত, বুধবারের ভূমিকম্পে হোস্টেলের ওই ভবনে ফাঁটল দেখা দেয়ায় দুইদিন আতঙ্কে থাকার পর শুক্রবার বিকালে অনেক ছাত্রীই হোস্টেল ছেড়ে চলে যান।
তবে বিশেষজ্ঞরা অভিমত দিলেও সংশ্লিষ্টরা এখনই ভবনটি ‘ঝুঁকিপূর্ণ’ বলতে চাচ্ছেন না।
সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী বলেন, চারতলা ছাত্রীনিবাসটি এখনো পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানোর পরই সিদ্ধান্ত নেয়া হবে।

ভবনে বেশ কিছু ফাটলের সৃষ্টি হওয়ায় ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এজন্য তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

ছাত্রীনিবাসের ৩৭৪ জন ছাত্রীর মধ্যে ২৪০ জনের পরীক্ষা রয়েছে। এজন্য তারা স্টাফ কোয়ার্টার, নতুন ছাত্রী হল এবং কলেজের ক্লাসরুমে অবস্থান করছে। আতংকে অনেকে হল ছেড়ে চলেও গেছে বলে জানান অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বলেন, পরিদর্শনের পর আমরা কিছু জরিপ চালিয়ে দেখেছি। এরপরই ভবনটি ঝুঁকিপূর্ণ বলে গত শুক্রবার জানিয়ে দিয়েছি। তারপরও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমতের অপেক্ষায় রয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security