সোমবার, এপ্রিল ২২, ২০২৪

দুই আসামিকে দলের প্রধান নির্বাচিত করেছে বিএনপি: প্রধানমন্ত্রী

যা যা মিস করেছেন

বিএনপি দুই আসামিকে দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একজন এতিমের অর্থ আত্মসাৎ করেছেন, অপরজন অর্থ পাচার মামলার আসামি।

seikh hasina the mail bd
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপলক্ষে আজ সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।
গতকাল রোববার বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তাঁর ছেলে তারেক রহমান আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তফসিলে ১৯ মার্চ দলের কাউন্সিলের দিন ভোট হওয়ার সময় ধার্য থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁদের দুজনকে নির্বাচিত ঘোষণা করা হয়। খালেদা জিয়া ও তারেক রহমান তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ’৭৫-এর পর জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের হাতে দেশের পতাকা তুলে দিয়েছেন। আর এর ধারাবাহিকতা বজায় রাখেন খালেদা জিয়া।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন হতে দেবে না বলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ দেশের মানুষকে পুড়িয়েছে। বাংলাদেশের মানুষ আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের নামে দেশের মানুষকে পুড়িয়েছে খালেদা জিয়া। কেন দেশের মানুষকে পোড়ালেন, এর জবাব খালেদাকে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security