শনিবার, এপ্রিল ১৩, ২০২৪

ফিরছেন ‘ইন্ডিয়ানা জোন্স’ গুপ্তধন সন্ধানে

যা যা মিস করেছেন

indiana jones the mail bd

কাউবয় টুপি পরে গুপ্তধনের সন্ধানে দুর্গম পথে যাত্রা।ইস্পাত কঠিন শরীরের যুবক। তার ক্ষ্যাপাটে ঘোড়দৌড়। পদে পদে নাৎসি-তাণ্ডব, লোভী ভিলেনের হাত, লাস্যময়ী ভ্যাম্পের ছলাকলা। নিশ্চয়ই বুঝে নিয়েছেন এগুলো বিখ্যাত চলচ্চিত্র ‌‘ইন্ডিয়ানা জোনস’র দৃশ্য।

জর্জ লুকাসের কাহিনি নিয়ে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের চারটি ছবি তুমুল জনপ্রিয় হয়েছিল প্রখ্যাত মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ডের অনবদ্য অভিনয়ে। এবার এই সিরিজের নতুন আরো একটি ছবি তৈরির পরিকল্পনা করছে ডিজনি পিকচার্স।

২০০৮-এ ‘ইন্ডায়ানা জোনস অ্যান্ড দ্য কিংগডম অফ দ্য ক্রিস্টাল স্কাল’-এর পরে আর পর্দায় দেখা যায়নি প্রত্নতত্ত্বের অধ্যাপক ও অভিযাত্রী ইন্ডিয়ানা জোনসকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইগার জানিয়েছেন গিয়র্গ লুকাসের ‘স্টার ওয়ারস’ এর সঙ্গে ইন্ডিয়ানা জোনসের নতুন ছবিও নির্মাণের পথে। তবে এবারের ছবিতে হ্যারিসন ফোর্ডের উপস্থিতি থাকবে কি না, তা জানাননি ইগার।

সিরিজের সর্বশেষ ছবিটি মুক্তির পর হ্যারিসন নিজেই বয়সের কারণে ঝুঁকিপূর্ণ দৃশ্যের অভিনয় করতে পারবেন না বলে এর থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।

প্রসঙ্গত, ফ্যান্টাসি অ্যাডভেঞ্চারধর্মী ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের প্রথম ছবি ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’ মুক্তি পায় ১৯৮১ সালে। তিন বছর বিরতির পর মুক্তি পায় ছবিটির প্রিকুয়েল ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’। এর সিকুয়েল ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ মুক্তি পায় ১৯৮৯ সালে। দীর্ঘ ১৯ বছর পর ২০০৮ সালে মুক্তি পায় সিরিজের চতুর্থ ছবি ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security