শুক্রবার, এপ্রিল ১২, ২০২৪

নতুন বই ছাড়াই বইমেলায় জবির অংশগ্রহণ

যা যা মিস করেছেন

শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: অমর একুশে বইমেলা ২০২৩ এ নতুন কোন বই ছাড়াই অংশগ্রহণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বইমেলায় স্টল বরাদ্দ পেয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে বসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্টল। স্টল বরাদ্দ পেলেও বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা নতুন নতুন কোন বই প্রকাশ করেনি।

 

জানা যায়, ২০১৭ সালে ৫ টি, ২০১৮ সালে ৫ টি, ২০১৯ সালে ৩ টি,২০২০ সালে ৮ টি, ২০২১ সালে ৩ টি বই প্রকাশ করলেও এ বছর নেই নতুন কোন বই। গত ৬ বছরে জবি বই প্রকাশ করেছে ২৪ টি যেখানে ঢাবি প্রকাশ করেছে ১২ টি।

 

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ইমদাদুল হক বলেন,’ বই প্রকাশ করার ধীরগতির প্রক্রিয়ার কারণে এই বছর আমাদের বই গুলো প্রকাশ করতে একটু দেরি হচ্ছে। বর্তমানে আমাদের পাঁচটিও বেশি বইয়ের পান্ডুলিপি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যদি সেগুলো বইমেলা শেষ হওয়ার আগে আমাদের হাতে এসে পৌঁছায় তবে আমরা এই বইমেলায় সেগুলো প্রদর্শন করব।

 

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের প্রধান অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বলেন,বর্তমানে আমাদের মোট সাতটি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে, বই প্রকাশ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যেমন-বইগুলোর পান্ডুলিপি তৈরি করতে হয়, রিভিউ করতে হয়, এ প্রক্রিয়াগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই কারণে আমরা আমাদের বইগুলো যথাসময়ে প্রকাশ করতে পারিনি।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমরা এ পর্যন্ত ১৮টিও বেশি বিভিন্ন গবেষণা ধর্মী বই প্রকাশ করেছি। এবছরও আমরা সাতটি বই প্রকাশের চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের দুটি বই রিভিউ সম্পন্ন হয়েছে এবং বাকিগুলো রিভিউ এর কাজ চলছে। যদি সেগুলোর পজিটিভ রিপ্লে আসে তবে আমরা দ্রুত সেগুলো প্রকাশের ব্যবস্থা করব।

 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security