সোমবার, এপ্রিল ২২, ২০২৪

২৪ কোটি টাকা শুল্ক ফাঁকি, বিলাসবহুল রোলস রয়েস জব্দ

যা যা মিস করেছেন

আমদানি করা বিলাসবহুল রোলস রয়েস গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্কায়ন না করেই গাড়িটি সরিয়ে ঢাকার বারিধারায় লুকিয়ে রাখা হয়েছিল।

গাড়িটি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে হংকং ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত জেড অ্যান্ড জেড ইনটিমেটস লিমিটেড।

কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক সুলতান মাহমুদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুল্কায়ন করার আগেই অবৈধভাবে খালাস করে গাড়িটি লুকিয়ে রাখা হয়েছিল ঢাকায়।এদিকে শুল্কমুক্ত সুবিধার ব্যত্যয় ঘটিয়ে গাড়ি সরানোর মাধ্যমে ২৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

যুক্তরাজ্যের বিশ্বখ্যাত রোলস রয়েস ব্র্যান্ডের এই গাড়ির বাজারমূল্য শুল্কসহ প্রায় ২৭ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, এই গাড়ির সিলিন্ডার ক্যাপাসিটি ৬ হাজার ৭৫০। এ ধরনের গাড়িতে শুল্কায়িত মূল্যের আট গুণ শুল্ককর দিতে হয়। এটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল ধরনের গাড়ি। এর উৎপাদন সাল ২০২১। মডেলের নাম কুলিনান এসইউভি।

এপ্রিল মাসে গাড়িটি আমদানি করা হয়। এরপর এটি নেওয়া হয় চট্টগ্রাম ইপিজেড এলাকার ফ্যাক্টরিতে। এরপর শুল্কায়নের জন্য কাগজপত্র দাখিল করা হয় কাস্টমস হাউজে। তবে শুল্কায়নের আগেই ১৭ মে গাড়িটি আমদানিকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ঢাকার বারিধারায় বাসায় সরিয়ে নেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে প্রথমে চট্টগ্রাম ইপিজেডে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কিন্তু তখন গাড়িটি ইপিজেডের কারখানায় পাওয়া যায়নি। এরপর ৪ জুলাই ঢাকার বারিধারায় আমদানিকারকের নিজ বাসায় চালানো হয় অভিযান।

অভিযানে নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক শামসুল আরেফিন খান। এসময় ওই বাসার গ্যারেজে লুকানো থাকা গাড়িটি জব্দ করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security