মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

পিবিআইয়ের এসপির বিরুদ্ধে ধর্ষণ মামলার আবেদন

যা যা মিস করেছেন

২০১৯ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে পিবিআইয়ের এসপি মোকতার হোসেনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক নারী পুলিশ পরিদর্শক। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার পর আদেশ দেবেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন খান।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালে বাদী ও আসামি দুজনই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে কর্মরত ছিলেন। ২০১৯ সালের ২০শে ডিসেম্বর দুপুরে আসামি বাদীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে আসামি ভয়ভীতি দেখান এবং হুমকি-ধামকি দেন। ওই বছরের ২২শে ডিসেম্বর আসামি পুনরায় বাদীর বাসায় যান এবং বাদীকে ধর্ষণ করেন। এই ঘটনাও কাউকে না জানাতে আসামি বাদীকে হুমকি দেন।

যদি বাদী কাউকে এ ঘটনা জানান তাহলে ভীষণ ক্ষতি হবে এমন ভয় দেখান। এক পর্যায়ে আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ বিষয়ে বাদী পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগ করেন। সে অভিযোগটির এখনো মীমাংসা হয়নি, তদন্ত চলছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security