বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

রাজধানীর ফ্লাইওভারে সুতার মরণফাঁদ

যা যা মিস করেছেন

রাজধানীর ফ্লাইওভারগুলো হয়ে উঠেছে মরণফাঁদ। এগুলো এখন ছিনতাইকারীদের অভয়ারণ্য। দিন-রাত সমানতালে এসব ফ্লাইওভারে চলছে অভিনব কায়দায় ছিনতাই। বিশেষ করে মোটরসাইকেল চালকদের কাছে এসব ফ্লাইওভার হয়ে উঠেছে আতঙ্কের নাম।

জানা যায়, ঢাকার ফ্লাইওভারগুলোর মধ্যে বিশেষ করে খিলগাঁও, গুলিস্তান-যাত্রাবাড়ী, মগবাজার-মৌচাক, কুড়িল ফ্লাইওভারে প্রায় বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হন নগরবাসী। বিশেষ করে এক শ্রেণির দুর্বৃত্ত মোটরবাইকচালকদের থেকে বাইক ছিনতাইয়ের উদ্দেশে ফ্লাইওভারের ওপর নাইলনের সুতা বেঁধে রাখে। যা মোটরসাইকেলচালকের সহজে চোখে পড়ে না। কোনো বাইকার বাইক নিয়ে যাওয়ার পথে সুতার ফাঁদে আটকে বাইক থেকে ছিটকে পড়ে যান। আর এ সুযোগেই দুর্বৃত্তরা বাইক ছিনিয়ে নিয়ে চলে যায়। অনেক সময় বাইক চালককে ছুরি দিয়ে আহত করে।

এ ছাড়া একই ঘটনা ঘটে রাজধানীর সবচেয়ে আকর্ষণীয় পর্যটনস্পট হাতিরঝিলেও। সেখানেও রাতের বেলা ও নির্জন সময়ে দুর্বৃত্তরা রাস্তার ওপর নাইলনের ধারালো সুতা বেঁধে রাখে। যাতে আটকে সহজেই দুর্ঘটনার শিকার হন বাইকাররা। এ বিষয় রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও দুর্বৃত্তদের তৎপরতা থেমে নেই। এমনকি হাতিরঝিল এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন একটা পুলিশিং থানা শুরু করে সরকার।

গত ১০ জুলাই সুতার ফাঁদে পড়ে মোবাইল ও মানিব্যাগ খুইয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  মধ্যরাতে বন্ধুকে রামপুরায় নামিয়ে দিয়ে হাতিরঝিল হয়ে ধানমন্ডি ফেরার পথে মধুবাগ ফ্লাইওভারে সুতার ফাঁদে পড়েন। তিনি বলেন, ‘হাতিরঝিলের মধুবাগ ফ্লাইওভার থেকে নামার পথে কিছু একটা হাতে আটকে যায়। ব্যথা পেয়ে মোটরসাইকেল থামিয়ে দেখি— সুতা আটকে হাত কেটে গেছে। সঙ্গে সঙ্গে দেখলাম কয়েকজন এসে আমাকে ঘিয়ে ধরলো। চাকু দেখিয়ে মোবাইল ও  মানিব্যাগ নিয়ে গেলো। কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়।’

গত ১২ আগস্ট সন্ধ্যায় কুড়িল ফ্লাইওভারে এমন ফাঁদে পড়েন শেখ রায়হান কবির। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুড়িল ফ্লাইওভারে সুতায় আটকে তার হাত কেটে যায়। তবে তিনি সেখানে না থামায়  কোনও বিপদ ঘটেনি। ‍

ভরদুপুরে সুতার ফাঁদে পড়েছিলেন সংবাদকর্মী। গত ১১ জুলাই দুপুরে তিনি দুর্ঘটনার শিকার হন বলে জানান।তিনি বলেন, ‘মিন্টো রোড থেকে মগবাজার ফ্লাইওভারে উঠে বামে টার্ন নিয়ে কাওরান বাজারের দিকে যাচ্ছিলাম। ফ্লাইওভারের ওপর বামের লেনের রাস্তাটা বেশ নীরব ছিল। আর তখন বৃষ্টি হচ্ছিলো। মূল ফ্লাইওভার থেকে বামে টার্ন নিতেই সুতায় গলা ও হাত জড়িয়ে যায়। আমার বাম হাতের একটু অংশ কেটে যায়।  কিন্তু একটু এদিক-সেদিক হলেই আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।’

মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী অংশে সুতার ফাঁদে পড়ে গলার চামড়া কেটে যায় মাহমুদ রেজা তফুর। তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ওইদিন বেঁচে গেছি। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে আমি ৬০ কিলোমিটার স্পিডে  বাইক চালাচ্ছিলাম।  হঠাৎ একটা সুতা গলায় প্যাঁচিয়ে গেলো, আর প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলাম। আমি বাইকটাকে কোনও রকমে এক হাত দিয়ে কন্ট্রোল করলাম, আরেক হাত দিয়ে সুতাটা ধরলাম, যেন গলাটা বাঁচাতে পারি।  সুতার টান এত বেশি ছিল যে, আমার হাত আর আঙুল কেটে গেছে। হেলমেটটা গলার ওপর সুতার প্রেসার কমাইছে, নইলে আরেকটু জোরে  প্রেসার পড়লে গলার রগটা কেটে যেতে পারতো।’

রাজধানীর ফ্লাইওভারগুলোতে সুতায় পাতা ফাঁদের খবর পুলিশ সদস্যদের কানেও পৌঁছেছে। হাতিরঝিলে এক পুলিশ সদস্যও এ ধরনের ফাঁদে পড়েছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মী। নাম প্রকাশ না করার শর্তে হাতিরঝিল থানার এক পুলিশ সদস্য জানান, এগুলো আশপাশের পোলাপান করে। সুযোগ পেলেই তারা ছিনতাই করে। মাঝে মাঝে অভিযান চালানো হয়, তখন কিছু দিন বন্ধ থাকে। পরে আবারও শুরু হয়।

এই থানার আরও এক পুলিশ সদস্য জানান, ‘এ ঘটনা অতীতেও ঘটেছে, এখনও মাঝেমধ্যে ঘটছে এটি অস্বীকার করা যাবে না। কিন্তু সব সময় আমরা চেষ্টা করছি যাতে কোনো নগরবাসী এমন বিপদের মুখে না পড়ে। এছাড়া নিয়মিত আমাদের টহল পুলিশ হাতিরঝিল লেক, এ ছাড়া ফ্লাইওভারের ওপরেও টহল দেয়। আমরা চেষ্টা করছি যাতে এ ধরনের দুর্ঘটনার শিকার কেউ না হয়।’

তিনি আরো বলেন, ‘মাঝে করোনার কারণে কিছুটা শিথিলতা ছিল। গত এক সপ্তাহ ধরে আবারো টহল জোরদার করা হয়েছে। আজকে থেকে যাতে টহল আরো বেশি করা হয় সে বিষয়ে আমরা ব্যবস্থা নিব। একই সঙ্গে নগরবাসীকে বলব আপনারাও একটু সতর্ক থাকুন। সচেতনভাবে বাইক চালান যাতে এসব দুর্ঘটনা এড়িয়ে চলা যায়। পুলিশ সব সময় চেষ্টা করছে এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার। এছাড়া এভাবে সড়ক ও ফ্লাইওভারে সুতো বেঁধে ফাঁদ তৈরি করে ছিনতাই করার জন্য বেশ কিছু অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security