সোমবার, মে ৬, ২০২৪

মেয়র নির্বাচিত হলেন সাক্কু

যা যা মিস করেছেন

আবারও কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র নির্বাচিত হলেন বিএনপি-দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু। নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্র বাদ দিয়ে বাকি ১০১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ১১ হাজার ৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।

sakku the mail bd

এই কেন্দ্রগুলোতে মনিরুল হক সাক্কু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট। বিপরীতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট। স্থগিত হওয়া দু’টি কেন্দ্রের মোট ভোটের পরিমাণ ৫ হাজার ১৮৩। কুমিল্লা টাউন হল মিলনায়তন থেকে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল এই কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা করেছেন।

কুসিকের ১০১টি কেন্দ্রের কেন্দ্রিকভিত্তিক ফল ঘোষণা শেষে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, নির্বাচনে মোট এক লাখ ৩২ হাজার ৬৯০ ভোট পড়েছে। ভোট পড়ার হার ৬৩ দশমিক ৯২ শতাংশ। তিনি বলেন, ‘মোট ১০১টি কেন্দ্রের মধ্যে আগামীকাল শুক্রবার (৩১ মার্চ) সকাল ১১টায় নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় কুমিল্লা থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা করা হবে।’

রিটার্নিং অফিসার আরও বলেন, ‘নির্বাচনি আচরণবিধি অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা আচরণবিধি মেনে চলবেন।’

ফল ঘোষণার আগে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘ছোটখাটো দু’য়েকটি গোলযোগপূর্ণ ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। দু’টি কেন্দ্রে নিরাপত্তা পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। কেন্দ্র দু’টি হলো কুমিল্লা সিটি কলেজ ও চৌয়ারা ইসলামিয়া মাদ্রাসা।’
উল্লেখ্য, ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটি করপোরেশনে মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে ১ লাখ ২ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ৫ হাজার ১১৯ জন মহিলা। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১০৩টি এবং ভোট কক্ষ ৬২৮টি। প্রিজাইডিং অফিসার ১০৩, সহকারী প্রিজাইডিং অফিসার ৬২৮ এবং পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছেন ১ হাজার ২৫৬ জন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security