বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ট্রাম্প

যা যা মিস করেছেন

ওবামা যুগের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি। এর মধ্য দিয়ে বদলে গেলেন পৃথিবীর সবথেকে ক্ষমতাধর ব্যক্তি। বদলে গেলেন হোয়াইট হাউসের বাসিন্দারা।

trump takes oath the mail bd

ক্ষমতা গ্রহণের কিছু সময় আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ঐক্যবদ্ধ আমেরিকার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, সবাইকে নিয়ে তিনি আমেরিকাকে আবারও মহত করে তুলবেন।

তবে ট্রাম্পের প্রতি বিশ্বাস নেই অনেক আমেরিকানের। তবে কৃষ্ণাঙ্গদের, মেক্সিকানদের আর মুসলমানদের তিনি পৃথক করেছিলেন নির্বাচনী প্রচারণার কাল থেকেই। সামনে এনেছিলেন জাতি-বর্ণ-ধর্মে বিভক্ত হয়ে থাকা আমেরিকাকে। তাই ট্রাম্পের ঐক্যের অঙ্গীকার সত্ত্বেও ওয়াশিংটনে ঢল নেমেছে প্রতিবাদীদের। ট্রাম্পের প্রতি তীব্র অনাস্থার কথা প্রতিবাদের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাইছে তারা। শপথ অনুষ্ঠানের সময় ঘনিয়ে আসতেই সেই বিক্ষোভ জোরালো হয়। অনুষ্ঠান শেষ না হতেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

যুক্তরাষ্ট্রের রেওয়াজ অনুযায়ী, চার বছর পরপর নবনির্বাচিত প্রেসিডেন্ট জানুয়ারির ২০ তারিখ স্থানীয় সময় বেলা ১২টায় প্রধান বিচারপতির কাছে শপথ নেন। তবে লিংকন মেমোরিয়ালে কনসার্টের মধ্য দিয়ে অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হয় আগের দিন সকালে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে শুরু হয় দিনব্যাপী এ কনসার্ট। কনসার্টের পর একই দিন বিকালে নতুন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আর্লিংটনের জাতীয় সমাধিতে যুক্তরাষ্ট্রের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানান।

বেলা ১২টায় প্রধান বিচারপতি জন রবার্টস নতুন প্রেসিডেন্টকে শপথ পড়ান। এ সময় ট্রাম্পের হাতে ছিল আব্রাহাম লিংকনের স্মৃতিধন্য বাইবেল। শপথ নেওয়ার পর অভিষেক বক্তৃতা দিচ্ছেন নতুন প্রেসিডেন্ট।

এর আগে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট এবং তার মন্ত্রিসভার সদস্যদের জন্য আয়োজিত বারাক ওবামার চা চক্রে যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সকালে গির্জার আনুষ্ঠানিকতা শেষে সোজা হোয়াইট হাউসে যান নবনির্বাচিত প্রেসিডেন্ট। সেখানে বিদায়ী প্রেসিডেন্টের চা চক্রে যোগ দেন তিনি।

এর আগে হোয়াইট হাউজের উল্টো দিকে অবস্থিত সেইন্ট জন্স চার্চে যান ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ পরিবারের সদস্যরা। মোটর শোভাযাত্রা নিয়ে সেইন্ট জন্স চার্চে পৌঁছান ট্রাম্প। ট্রাম্প ছাড়াও নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে সেইন্ট জন্স চার্চে উপস্থিত হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিকালে ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন! ওয়েলকাম সেলিব্রেশন কনসার্ট’ শিরোনামের সেই কনসার্টের দ্বিতীয় পর্ব শুরু হয় লিংকন মেমোরিয়ালে। কনসার্টের শেষ পর্যায়ে এসে সংক্ষিপ্ত বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের দেশকে ঐক্যবদ্ধ করে তুলব।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সব মানুষের জন্য আমেরিকাকে অসাধারণ করে তুলব, সবার জন্যব, সবার জন্যে…’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security