মঙ্গলবার, মে ৭, ২০২৪

দ্বিতীয় মেয়াদের জন‌্য শপথ নিলেন মেয়র আইভী

যা যা মিস করেছেন

ভোটের ঠিক দুই সপ্তাহ পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা মিলনায়তনে নারায়ণগঞ্জের মেয়রকে শপথ পড়ান।

জামদানি শাড়ি পরিহিত আইভী শপথবাক্য পড়ার পর পাশে দাঁড়ানো সরকারপ্রধানকে আলিঙ্গন করেন।

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত নয়জন নারী কাউন্সিলর ও ২৭ জন কাউন্সিলরকে শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন। পরে নতুন মেয়র ও কাউন্সিলরদের নিয়ে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

শপথের পর বেরিয়ে এসে আইভী সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জকে তিনি ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে চান, যেখানে বজায় থাকবে শান্তি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ীই তিনি কাজ করবেন।

মন্ত্রিসভার সদস্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরফুল ইসলাম, সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ থেকে শপথ অনুষ্ঠানে এসেছিলেন প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য সেলিম ওসমান, যিনি জাতীয় পার্টির সংসদ সদস‌্য। তার ছোট ভাই শামীম ওসমানকে হারিয়েই আগের মেয়াদে মেয়র হন আইভী।

এবারের নির্বাচনেও শামীমের আইভীবিরোধিতার খবর পত্রিকার শিরোনাম হয়েছে। অবশ‌্য শামীম আইভীর পক্ষে সংবাদ সম্মেলন করে সব মিটে যাওয়ার কথা বলেন ভোটের আগে। নিয়ম ভেঙে প্রকাশ‌্যে আইভীর নৌকা প্রতীকে ভোট দিয়েও তিনি আলোচনার জন্ম দেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security