শুক্রবার, এপ্রিল ১২, ২০২৪

মেয়র প্রার্থী​ আইভীকে সমর্থন দিয়েছে এরশাদের জাতীয় পার্টি

যা যা মিস করেছেন

narayan-jatio-the-mail-bd

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ​ আইভীকে সমর্থন দিয়েছে এরশাদের জাতীয় পার্টি।

আজ সোমবার বেলা একটার দিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এখানে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, আব্দুস সবুর, হাজী সাইফুদ্দিন আহম্মেদ লিমন, নুরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার প্রমুখ।
নারায়ণগঞ্জে জাতীয় পার্টির কোনো দলীয় কার্যালয় না থাকায় জাপার সংবাদ সম্মেলন আওয়ামী লীগে কার্যালয়ে করা হয়েছে। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি জানান, নারায়ণগঞ্জ ৫ আসনের উপনির্বাচনে (২০১৪ সালের ২৬ জুন অনুষ্ঠিত) আওয়ামী লীগ আমাদের সম্মান দেখিয়ে কোনো প্রার্থী দেয়নি। সে হিসেবে আমরাও সিটি করপোরেশন নির্বাচনের জাতীয় পার্টি থেকে কোনো প্রার্থী দেইনি।জাতীয় পার্টি এখানে আওয়ামী লীগ প্রার্থী আইভীকে সমর্থন দিয়েছে। জাতীয় পার্টি ইতিমধ্যে এ নিয়ে কাজ করেছে। নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আইভীর পক্ষে কাজ করতে। আইনের বাধ্যবাধকতার কারণে এমপি সেলিম ওসমান প্রকাশ্যে কিছু করতে পারছেন না। তিনি আরও বলেন, আমরা সবাইকে অনুরোধ করব, আইভীকে জয়ী করতে। তিনি একজন কর্মঠ, দক্ষ ও জনপ্রিয় নেত্রী।

এ নির্বাচনে সরকারের কোনো পরিবর্তন ঘটবে না। তবে এলাকাতে শান্তি ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আইভীকে জয়ী করাতে হবে। তা ছাড়া আমার সঙ্গে আইভীর কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন ৪ দিন আগে সেলিম ওসমানের মোবাইলে কথা বলে দোয়া চেয়েছেন।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির কোনো নেতাকে দেখা যায়নি। এ প্রসঙ্গে ফয়সাল চিশতি বলেন, আমাদের নেতারা প্রচারের কাজে আছেন। তাই আসতে পারেনি। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুর সবুর আসুদ, হাজি সাইফউদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নুরু, আলমগীর শিকদার লোটন, যুগ্ম মহাসচিব সফিকুল ইসলাম সফিক, সাংগঠনিক সম্পাদক এস এম জসিমউদ্দিন প্রমুখ। পরে নেতারা শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security