সোমবার, মে ২৭, ২০২৪

ঢাবিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু

যা যা মিস করেছেন

HSC 16 the mai bdl

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া সোমবার (২৪ আগস্ট) থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। ৬৬৫৫ আসনের বিপরীতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে।

সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ভর্তি প্রক্রিয়া উদ্বোধন শেষে ঢাবি উপাচার্য বলেন, এ বছর ছাত্র-ছাত্রীদের আবেদনের যোগ্যতা অনেকটাই শিথিল করা হয়েছে। কিছু নতুন বিভাগ চালু হওয়ায় আসন সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বিশেষত: কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগ এবং আধুনিক ভাষা ইন্সটিটিউটে ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং বিষয়েও ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছুদের জন্য ‘ক’-ইউনিটে মোট আসন ১ এক হাজার ৬৬০টি। আবেদন করতে পারবে ৯৭ হাজার ৬৪৩ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য লড়বে ৫৯ জন ভর্তিচ্ছু। মানবিকের জন্য ‘খ’ ইউনিটে ২ হাজার ২৫০টি আসনের বিরপীতে আবেদনযোগ্য প্রার্থী এক লাখ ৪৯ হাজার ৬৭৩ জন। এই ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ৬৭  শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষার জন্য ‘গ’-ইউনিটে এক হাজার ১৭০টি আসনের বিপরীতে আবেদনযোগ্য প্রার্থী ৯৬ হাজার ৬২৯জন। এখানে প্রতি আসনে বিপরীতে লড়বে ৮৩ শিক্ষার্থী।

সকল বিভাগের জন্য সম্মিলিত ‘ঘ’-ইউনিটে এক হাজার ৪৪০টি আসনের বিপরীতে আবেদনযোগ্য প্রার্থী ২ লাখ ৫৪ হাজার ৮৪৮ জন। এই ইউনিটে এক আসনের জন্য লড়বে ১৭৮ জন। ‘চ’-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদনযোগ্য প্রার্থী ৪ লাখ ৪৮ হাজার ৩৯৩ জন। এ ইউনিটে প্রতি আসনে লড়বে ৩ হাজার ৩২১জন ভর্তিচ্ছু। গত বছর মোট আসন সংখ্যা ছিল ৬৫৮২টি।

সদ্য চালুকৃত মেকাটনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বিভাগ, কমিউনিকেশন ডিস-অর্ডার বিভাগে ছাত্র ছাত্রী নেয়া হবে। এর মধ্যে ক-ইউনিট থেকে মেকাটনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, খ ও ঘ ইউনিটের মাধ্যমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বিভাগ ও কমিউনিকেশন ডিস-অর্ডার বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ফলে আরো কমপক্ষে ১০০ আসন সংখ্যা বাড়বে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ১০ অক্টোবর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১৭ অক্টোবর, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর এবং  ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বরাবরের মত এবারও মোট ২০০ নম্বরের উপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ১২০ নম্বর লিখিত পরীক্ষা এবং বাকি ৮০ নম্বর শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা জিপিএর উপর নির্ধারণ করা হবে। এবার চতুর্থ বিষয়সহ ৮০ নম্বর শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা জিপিএর উপর নির্ধারণ করা হবে বলেও উপাচার্য জানান। যেটা আগে চতুর্থ বিষয় বাদ দিয়েই গণনা হত।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি অফিস জানায়, ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা নির্ধারিত হয়েছে। টাকা জমা দেয়ার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৫ এবং প্রবেশপত্র ডাইনলোড করা যাবে ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

ঢাবির অনলাইন ভর্তির বিস্তারিত তথ্য ওয়েব সাইটে (http://admission.eis.du.ac.bd) জানা যাবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security