মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

জঙ্গি অভিযানে ডিবি সদস্য আহত

যা যা মিস করেছেন

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় জঙ্গি আস্তানায় অভিযানের সময় জঙ্গিদের হামলায় আহত হয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য।

DB injured the mail bd

তাদের মধ্যে এক পরিদর্শককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাড্ডা থানার ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুনজানান, শুক্রবার গাজীপুর থেকে এক জঙ্গিকে আটক করে ডিবি পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে(১৯ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে বাড্ডার সাতারকুলে বায়তুল মাহমুদ জামে মসজিদ এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় ডিবি পুলিশ।

এ সময় জঙ্গিরা পুলিশের ওপর হামলা চালালে আহত হন ডিবির তিন সদস্য। তবে এক জঙ্গিকে আটক করতে সক্ষম হয় ডিবি। তাকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

এদিকে জঙ্গিদের চাপাতির আঘাতে আহত ডিবি দক্ষিণের ইন্সপেক্টর বাহাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার সঙ্গে থাকা ডিবির এসআই (উপপরিদর্শক) মিজানুর রহমান জানান, জঙ্গি আস্তানায় প্রবেশ করার সময় জঙ্গিরা ইন্সপেক্টর বাহাউদ্দিনের মাথায় চাপাতি দিয়ে কোপ দেয়। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ