বুধবার, মে ১, ২০২৪

মহাসড়কে যাত্রাপথে কোনো সমস্যায় পড়লে তাৎক্ষণিক নাগরিক সুবিধায় ‘হ্যালো এইচপি’ অ্যাপস চালু

যা যা মিস করেছেন

রোববার (১১ জুন) রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে ‘হ্যালো এইচপি’ নামে এই অ্যাপ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ফ্রি ডাউনলোড করে ব্যবহার করা যাচ্ছে।

মহাসড়কে যাত্রাপথে কোনো সমস্যায় পড়লে তাৎক্ষণিক নাগরিক সুবিধায় ‘হ্যালো এইচপি’ অ্যাপস চালু করেছে হাইওয়ে পুলিশ। এই মোবাইল অ্যাপসের মাধ্যমে যে কেউ যেকোনো স্থান থেকে তথ্য শেয়ার করতে পারবেন।

তিনি জানান, এই অ্যাপের মাধ্যমে যখন-তখন কোথায় কী অবস্থায় আমরা আছি, কী সেবা দরকার, সেখানে চাইলেই একজন রেসপন্স করবেন। এ ছাড়া হাইওয়েতে ঘটে যাওয়া যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো যাবে এই অ্যাপসের মাধ্যমে।

এদিকে ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। এমনকি জরুরি সাহায্যে বাটন চেপে হাইওয়েতে যেকোনো পরিস্থিতিতে নিকটস্থ হাইওয়ে পুলিশের প্যাট্রোল টিমের কাছে সাহায্য চাওয়া যাবে।

এতে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিজিয়নভিত্তিক সব সিনিয়র অফিসার ও হাইওয়ে থানার মোবাইল নম্বর পাওয়া যাবে। এ ছাড়া মহাসড়ক-সংলগ্ন ও নিকটবর্তী সব হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনের মোবাইল নম্বর দেওয়া হবে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, মো. মসিউর রহমান রাঙ্গা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মনজুর হোসেন উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security