বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ঢাকা-নীলফামারী রুটে নতুন ট্রেনটির প্রস্তাবিত নাম ‘চিলাহাটি এক্সপ্রেস’

যা যা মিস করেছেন

এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:

ঢাকা-নীলফামারী রুটে আগামী ৪ জুন থেকে নতুন ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নীলফামারী জেলার সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত এক জোড়া ট্রেন চলাচল করবে। নতুন ট্রেনটির প্রস্তাবিত নাম ‘চিলাহাটি এক্সপ্রেস’।

মঙ্গলবার বার (৩০ মে)বাংলাদেশ রেল পথ মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪/ জুন সকাল দশটায় গণভবন প্রান্ত হতে চিলাহাটি-ঢাকা-চিলাহাটির মধ্যে নতুন আন্তঃনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস। চলাচলের জন্য শুভ উদ্বোধন করতে ভার্চুয়াল সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

এর মাধ্যমে রাজধানীর সঙ্গে উত্তরের জেলা নীলফামারীর মানুষের যোগাযোগের পথ আরও সুগম হলো।পাশাপাশি এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ হলো।

জানা গেছে, ট্রেনটিতে এসি সিট, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণির আসন ব্যবস্থা থাকবে।

আরো জানা গেছে এর আগে সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস চলাচল শুরু করে ২০০৭ সালে। এরপর রেলপথ সংস্কার করে ডুয়েল গেজ করার পরে ওই ট্রেনটির গন্তব্য নীলফামারী থেকে চিলাহাটি পর্যন্ত করা হয়। নীলসাগর চালু হওয়ার পরে উত্তরবঙ্গের একাধিক রুটে একাধিক ট্রেন চালু করা হলেও ঢাকা-চিলাহাটি রুটে একটি মাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল করছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security