মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

র‌্যাবের জালে জোড়াখুনের প্রধান আসামী গ্রেফতার

যা যা মিস করেছেন

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।
 র‌্যাব ১৩, দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন খোদাতপুর গ্রামের বাসিন্দা মোঃ হায়দার আলী (৫২), পিতা- মৃত কফিল উদ্দিন মন্ডল একটি জমি ক্রয় করে। ঐ জমিটি ক্রয় করার পর থেকেই হায়দার আলীর সাথে আসামীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত ২৫ জানুয়ারী আনুমানিক সকাল ৯ টার  সময় হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৫) ও  প্রতিবেশী ভাতিজা মোঃ রাকিব হোসেন মন্ডল (২২) ইরি ধানের জমিতে পানি দেয়ার জন্য গভীর নলকুপ(ডিপ ঘর) এর কাছে যায়। যা আসামী মোঃ ওমর আলীর বাড়ি সংলগ্ন এলাকায় অবস্থিত। এ সময়ে জমি সংক্রান্ত পূর্ব-শত্রুতার জের ধরে আসামী মোঃ ওমর আলী ও অন্যান্য আসামীগন তাদেরকে গালমন্দ করতে থাকে। একপর্যায়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উপরোক্ত গ্রেফতারকৃত আসামীসহ তার সহযোগী অন্যান্য আসামীরা তাদের উপর অতর্কিত আক্রমন করে ধৃত আসামী মোঃ মনিরুল ইসলাম (২৩) এর হাতে থাকা ধারালো চাকু ভিকটিম মনোয়ার হোসেন মিম (২৫) এর পিঠে ঢুকিয়ে দেয় এবং অন্যান্য আসামীরা ভিকটিম মোঃ রাকিব হোসেন মন্ডল (২২) কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্য নিশ্চিত করে। আহত ভিকটিমদ্বয়কে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
 উক্ত ঘটনায় ভিকটিম মৃত মনোয়ার হোসেন মিম (২৫) এর পিতা বাদী হয়ে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি স্থানীয় এবং জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করে। এর প্রেক্ষিতে ঘটনাটি নিয়ে র‌্যাব গোয়েন্দা অনুসন্ধান শুরু করে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এই চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর দুটি আভিযানিক দল শনিবার (১৮ ফেব্রয়ারী)  রাত সোয়া ১০ টায় কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানাধীন রাজীবপুর ঘাট হতে যৌথ অভিযান পরিচালনা করে বর্ণিত হত্যা কান্ডের মূলহোতা মোঃ মনিরুল ইসলাম (২৩), পিতা- মোঃ ওমর আলী, সাং- খোদাতপুর, ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুরকে আত্নগোপনকৃত অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়। এ পর্যায়ে গ্রেফতারকৃত আসামী মোঃ মনিরুল ইসলাম (২৩)কে ছাড়াও বর্ণিত হত্যা কান্ডের সাথে জড়িত অপর এক আসামী মোঃ আজাহার আলী (৬৫)কে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে র‌্যাব কর্তৃক গ্রেফতার করে থানায় হস্তান্তর করতে সক্ষম হয়।
সুত্র আরো জানায়, গ্রেফতারকৃত আসামী মোঃ মনিরুল ইসলাম (২৩)কে জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যা কান্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে। ধৃত আসামীকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাব- ১৩ দিনাজপুর ক্যাম্পের সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security