বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

উচ্চ মাধ্যমিক বিভাগীয় ফলাফলে মৌলভীবাজার পিছিয়ে

যা যা মিস করেছেন

উচ্চ মাধ্যমিক বিভাগীয় ফলাফলে মৌলভীবাজার পিছিয়ে।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
ছাত্র ছাত্রীদের বহুল আকাঙ্ক্ষিত দিন আজ ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে এবছর পাশের হার একলাফে কমেছে ১৩ দশমিক ৪০ ভাগ। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) সিলেট শিক্ষা বোর্ডে ফলাফল বিপর্যয়ের চিত্র তুলে ধরার জন্য একটি তথ্যই যেন কপালে চোখ উঠে যাওয়ার মত‌।
পাসের হরে সিলেট বিভাগের সবচেয়ে পিছিয়ে আছে মৌলভীবাজারে। মৌলভীবাজারের পাসের হার ৭৪.৯১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৭শ ৭৯ জন শিক্ষার্থী।
মৌলভীবাজারের ফলাফল পরীক্ষার্থী -১৩হাজার ৯শ ৩ জন,পাস করেছে ১০হাজার ৮ জন,জিপিএ ৫ পেয়েছে ৭শ ৭৯ জন।
ফলাফলের পরিসংখ্যান বলছে, দেশের ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে ফলাফলে এবার ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে সিলেট বোর্ড।। যা গত বছর ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৩ দশমিক ৪০ শতাংশ।
আজ বুধবার ( দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়।
এ বছর সিলেট শিক্ষাবোর্ড থেকে ৬৬ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। যাদের মধ্যে পাস করেছে ৫৪ হাজার ১২২ জন। সিলেট বোর্ডে পাশের হার ৮১ দশমিক ৪০ শতাংশ।
সিলেট বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। গত বছরে তুলনায় এ বছর জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে ১৪০ টি। গতবার বিভাগে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী।
জেলা অনুযায়ী ফলাফলে দেখা যায়, সবচেয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা। এই জেলায় পাসের হার ৮৬.৪৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৯ জন।
পাসের হারের দিক দিয়ে জেলার দ্বিতীয় অবস্থানে আছে সুনামগঞ্জ। তবে জিপিএ-৫ এ সবার পিছনে সুনামগঞ্জ। সুনামগঞ্জ জেলায় পাসের হার ৮২.৮৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৩৮৯ জন।
হবিগঞ্জ জেলায় পাসের হার ৮২.২৭ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৬৩৪ জন শিক্ষার্থী।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security