রবিবার, মে ৫, ২০২৪

ভোলা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

যা যা মিস করেছেন

 

এবি হান্নানঃ ভোলা।।।


ভোলা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

ভোলা সরকারি কলেজ অনার্স প্রথম বর্ষ ও উচ্চমাধ্যমিক (২০২১-২০২২শিক্ষাবর্ষ) ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে  ছিটিয়ে বরণ করে নেওয়া হলো ভোলা সরকারি কলেজের প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থীকে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।

সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

ভোলা সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া।

অনুষ্ঠানে সঞ্চলনা করেন, সহকারী অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান এবিএম মজিবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও ভোলা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল মমিন টুলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভোলা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাইনুল ইসলাম বিপ্লব,  যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা ছাত্রলীগের সভাপতি রায়হান, শিক্ষকসহ অনেকে।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজ অধ্যক্ষ গোলাম জাকারিয়া বলেন, ভোলা সরকারি কলেজ এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।

বক্তারা আরো বলেন, শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। দেশকে ভালোবাসতে হবে। কোনো রকম সন্ত্রাসী কার্যক্রম,মাদক,ইভটিজিং,ইন্টারনেটে আসক্ত হওয়া  চলবেনা। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানায়।

আলোচনার পর্ব শেষে কলেজের প্রত্যায় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নাচ,গান,আবৃত্তি দিয়ে নবীন শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন কলেজের শিক্ষার্থীরা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security