বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

নাটোরের শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত!

যা যা মিস করেছেন

লালপুর( নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ার শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৮ম শ্রেনীর ছাত্র ছাত্রীদের মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত। শনিবার (১৭ই ডিসেম্বর) ধুপইল হাইস্কুল কেন্দ্রে ১০ টা থেকে ১১.৩০ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লালপুর ও বড়াইগ্রাম উপজেলার দুটি কেন্দ্রে একযোগে ধুপইল হাইস্কুল ও বনপাড়া মডেল হাইস্কুল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট পরীক্ষার্থী সংখ্যা১৮০ জন। পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে ছিলেন শামীম ইকবাল। সার্বিক তত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ সাজেদুর রহমান।
২০১৯ সাল থেকে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবছর এই ধরনের বৃত্তি পরীক্ষা নিয়ে থাকে।
শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধা তালিকায় উর্ত্তীণদের
১। নগদ অর্থ
২। সনদপত্র
৩।ক্রেষ্ট
৪। বই দেওয়া হয়ে থাকে।
উল্লেখ শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪শে ডিসেম্বর ৫ম শ্রেণীর শিক্ষার্থীদেরও জন্য বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা উন্নয়নের সভাপতি আবু হানিফ বলেন, প্রতিটি স্কুল থেকে পাঁচ জন করে মেধাবী ছাত্র ছাত্রী সংগ্রহ করে তাদের মধ্যে থেকে মেধা যাচাই করে এই বৃত্তি দেওয়া হয়। তিনি আরও বলেন আগামীতে গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের এককালীন অর্থ দেওয়ার পরিকল্পনা আছে। শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধাবী ছাত্র ছাত্রী সংগ্রহ করে তাদের আর্থিক সংকট দুর করে সামনে পথচলা সুগম করতে সবসময় সচেষ্ট থাকবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security