বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

গৃহায়ন মন্ত্রণালয়ের ক্রয় পরিকল্পনা প্রণয়ন কমিটি পুনঃগঠন

যা যা মিস করেছেন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন কমিটি’ পুনঃগঠন করা হয়েছে।

পাঁচ সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে অতিরিক্ত সচিবকে (প্রশাসন অনুবিভাগ-১)।

সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ কমিটি পুনঃগঠন করে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০২১-২০২২ অর্থবছরের জন্য বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়নের জন্য ‘বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন কমিটি’ নির্দেশক্রমে পুনঃগঠন করা হলো। ৫ সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে অতিরিক্ত সচিবকে (প্রশাসন অনুবিভাগ-১)।

এছাড়া সদস্য সচিব হয়েছেন উপসচিব (প্রশাসন শখা-১৩)। কমিটিতে ৩ জন উপসচিবকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১৩ এর মাধ্যমে ক্রয় করা দ্রব্যাদি/মালামালের বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন করবে এ কমিটি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security