করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব আবুল খায়ের মোঃ মারুফ হাসান। বৃহস্পতিবার ভোর ৬টায় রাজারবাগের পুলিশ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ সেলিম হোসেন জানান, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২-তম ব্যাচের সদস্য আবুল খায়ের মো. মারুফ হাসান করোনার উপসর্গ নিয়ে গত ৭ই এপ্রিল বাংলাদেশ পুলিশ হাসপাতালে ভর্তি হন এবং আজ ভোর ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
মারুফ হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন ।
আজ পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।