বুধবার, মে ১, ২০২৪

ববি ছাএদের উপরে হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

যা যা মিস করেছেন

শাহ মো জহরুল ইসলাম (বশেমুরবিপ্রবি প্রতিনিধি) :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর মধ্য রাতে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাতে পাকিস্তানি সশস্ত্র বাহিনী যেভাবে বাঙালি জাতির উপরে হামলা চালিয়েছিল সেভাবে রাতের আঁধারে বরিশাল বিশ্ববদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা চালানো হয়েছে। স্বাধীনতার এতো বছর পরে এসে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে এরকম ন্যাক্কারজনক হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা চাই এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

গত মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকায় গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপরে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ১১ শিক্ষার্থীকে গুরুতর জখম অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আরও অনেকে হামলায় আহত হন বলে জানান শিক্ষার্থীরা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security