বৃহস্পতিবার, মে ২, ২০২৪

নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মনি সিংহের প্রয়াণ দিবস পালন

যা যা মিস করেছেন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহান নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মনি সিংহের ৩০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এ দিবস পালন করা হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় মনি সিংহের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপি কার্যক্রম শুরু হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে মণিসিংহের জীবনীর উপর আলোচনা সভা উপজেলার টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে উদ্ধোধন করেন কমরেড মণিসিংহ মেলা কমিটি’র আহব্বায়ক ও প্রবীণ রাজনীতিবীদ দুর্গাপ্রসাদ তেওয়ারী এবং আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য ও উপস্থিত ছিলেন, কমরেড মনি সিংহের একমাত্র সন্তান ডা. দিবালোক সিংহ, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা আসলাম খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য অজয় কুমার সাহা, উপজেলা যুবলীগ সভাপতি মো. আব্দুল হান্নান, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সহ সবস্তরের নেতাকর্মীগণ।

সভা শেষে স্থানীয় শিল্পী গোষ্ঠী ও ডিএসকে (ঢাকা) সাংস্কৃতিক দল জীবনমুখী নাটক, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security