সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ডিজিটালাইজেশনে দ্রুত এগিয়ে যাচ্ছে: বাণিজ্যমন্ত্রী

যা যা মিস করেছেন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটালাইজেশনে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে ডিজিটাল সুবিধা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এদেশের অর্থনীতিতে ৯৮ ভাগ মোবাইল ব্যাংকিং সুবিধা অবদানরাখছে। ইন্টারনেট সুবিধার আওতায় বাংলাদেশের ৬৫ ভাগ মানুষ কাজ করছে, ডিজিটাল কমার্সের আওতায় এখন এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাণিজ্য হচ্ছে। ই-কমার্সে এর
মধ্যে অর্ধেক কাজ করছে বাংলাদেশের মহিলারা। কোভিড-১৯ এর কঠিন অবস্থাতেও বাংলাদেশের ইকোনমিক গ্রোথ ৫.২৪ ভাগ। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি।

গতকাল রাত্রে বিটুবি থাই লেভেল ভার্চুয়াল সভায় প্রাইভেট সেক্টরে ডিজিটাল এন্ড গ্রীন বিজনেস রিকভারি- শীর্ষক আলোচনায় মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইন সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, কমনওয়েলথ বিটুবি ডিজিটাল কানেকটিভিটি ভাব গ্রহণ, কমনওয়েলথ বিটুবি ডিজিটাল মার্কেট প্লেস সৃষ্টি, ভার্চুয়াল ট্রেইনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম গ্রহণ, কমনওয়েলথ ট্রেড এন্ড ক্লাইমেট চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষয়-ক্ষতিকাটিয়ে ওঠার পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাব পেশ করে বাণিজ্য মন্ত্রী বলেন, এজন্য
কমনওয়েলথকে দীর্ঘমেয়াদি কাজ করতে ওয়ার্কিং গ্রুপ গঠন করতে হবে।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে প্রাইভেট সেক্টরগুলোর মধ্যে সরাসরি আলোচনার সুযোগ সৃষ্টি এবং অগ্রোধিকার খাতগুলো চিহ্নিতকরণের জন্য প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

অনলাইনে সংযুক্ত ছিলেন বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন, যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ট্রেড ডিপার্টমেন্টের এক্সপোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী গ্রাহাম স্টুয়ার্ট, কমনওয়েলথ এন্টারপ্রাইজ এন্ড ইনভেস্টমেন্ট  এর চেয়ারম্যান লর্ড মার্ল্যান্ড। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল বারোনেস
পেট্রিসিয়া স্কোটল্যান্ড। অনুষ্ঠান সঞ্চচালনা করেন যুক্তরাজ্যে বাংলাদেশে রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম।

অনলাইনে প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, রুয়ান্ডার ট্রেড এন্ড ইন্ডাষ্ট্রি মিনিষ্টার সোরায়া হাকুজিইয়ারিমে, জ্যামাইকার ফরেন এন্ড ফরেন ট্রেড মিনিষ্টার সিনাতোরকামিনা জনসন স্মিথ, প্যাসিফিক আইসল্যান্ড প্রাইভেট সেক্টর এসোসিয়েশন এর চেয়ারম্যান স্টিফেন লায়ন এবং কমনওয়েলথ এন্টারপ্রাইজ এন্ড ইনভেষ্টমেন্ট কাউন্সিল এর চিফ এক্সিকিউটিভ অফিসার
সামন্থ কোহেন সিভিও।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security