‘পাঠান’ সিনেমা দিয়ে আবারও অভিনয়ে ফিরতে যাচ্ছেন বলিউডের কিং খ্যাত শাহরুখ খান। প্রায় দুই বছর পর আবারও শুটিং সেটে ফিরছেন তিনি। চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হচ্ছে এই সিনেমাটির।
পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে দেখতে পাওয়া যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। তবে চমকের বিষয়, এই সিনেমাতে শাহরুখের সাথে অভিনয় করতে দেখা যাবে সালমান খানকেও। বন্ধুত্বের খাতিরে সালমান খান অনেক কিছু করতে পারেন। আর শাহরুখ খানের সঙ্গে সালমানের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। বন্ধুর ডাকে আবার সাড়া দিয়েছেন সালমান খান।
দীর্ঘদিন পর শাহরুখ আসছেন যশরাজের ব্যানারের নতুন ছবি নিয়ে। তাই শাহরুখপ্রেমীদের এই ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে। ‘পাঠান’ নিয়ে নানা খবর ছড়িয়ে বেড়াচ্ছে অনলাইনে। এবার জোর রব উঠেছে, শাহরুখের এই ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে সালমানকে। এর আগে শাহরুখ অভিনীত শেষ ছবি ‘জিরো’তে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল সালমানকে। শুধু কিং খানের সঙ্গে বন্ধুত্বের জন্য এসব কাজে রাজি হন সালমান।
শাহরুখের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘ওম শান্তি ওম’ সিনেমায় দেখা গিয়েছিল সালমানকে। অন্যদিকে সালমানের ‘হার দিল জো প্যায়ার কারেগা’ ও ‘টিউবলাইট’ ছবিতে হাজির হয়েছিলেন কিং খান। এ ছাড়া ‘করণ অর্জুন’, ‘দুশমন দুনিয়া কা’, ‘হাম তুমারে হ্যায় সনম’ ছবিতে প্রধান চরিত্রে দুজন একসঙ্গে অভিনয় করেছিলেন।
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ সিনেমাটির পরিচালক হিসেবে থাকছেন সিদ্ধার্থ আনন্দ।
ছবির শুরুর শুটিং মুম্বাইতে হবে, যেখানে শুধু শাহরুখ অংশ নেবেন। দীপিকা ও জন আগামী বছরের শুরুতে সিনেমাটির বাকি শুটিং করবেন। আগামী বছরের জুনের মধ্যেই সিনেমাটির শুটিং শেষ করতে চাইছেন নির্মাতারা।