শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

যুবলীগের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল

নেত্রকোনার আটপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রোকন-উজ্জমান রোকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে এ প্রতিবাদ মিছিলটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর আবার এখানে এসে শেষ হয়।

এতে তাঁতী লীগ সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান খান সোহাগ, যুবলীগ নেতা মাহমুদুল হাসান রুবেল, সুমন খন্দকার, আনোয়ার, হানিফ বিশ্বাস, কাওসার খান, মহন খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, ছাত্রলীগ নেতা রবিউল আলম লিলু, মোহাম্মদ আলী খান প্রমুখ এ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দুষ্কৃতিকারীদের আইন আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তিনি।

উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) সকালে মো. রোকন-উজ্জমান রোকন মল্লিকপুর শুনই গ্রামে জানাজায় অংশগ্রহণে জন্য যাচ্ছিলেন। মল্লিকপুর শুনই বাজারে আসলে মোটর সাইকেলের গতিরোধ করে দুষ্কৃতিকারীরা সন্ত্রাসী হামলা চালায়। এতে তিনিসহ তার সাথে মোটর সাইকেলে থাকা উপজেলা যুবলীগ নেতা মো. ইলিয়াস অতর্কিত হামলার শিকার এবং আহত হন।

প্রাথমিক চিকিৎসা শেষে য্বুলীগের সাধারণ সম্পাদককে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক।

কে. এম. সাখাওয়াত হোসেন / স্টাফ রিপোর্টার / দ্যা মেইল বিডি 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ