বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

দেশে করোনা শনাক্ত ছাড়ালো আড়াই লাখ

যা যা মিস করেছেন

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৮৫১ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৫২ হাজার ৫০২ জন।

দেশে করোনা শনাক্ত হওয়ার ১৫৩তম দিনে আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়ালো। এর আগে ১৮ জুলাই ১৩৩তম দিনে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়। অর্থাৎ শেষ ২০ দিনে দেশে ৫০ হাজার করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

এরও আগে গত ১৮ জুন ১০৩তম দিনে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়। অর্থাৎ শেষ ৫০ দিনে দেশে এক লাখ বেড়ে দেশে আড়াই লাখে গিয়ে দাঁড়ালো করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে জানা যায়, দেশে গত ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর পর থেকে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা।

গত ৬ এপ্রিল আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১০০-তে। এর পর গত ১৪ এপ্রিল একদিনে ২০৯ জন করোনা রোগী শনাক্ত হয়ে এক হাজার ছাড়িয়ে যায়। প্রথম এক হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৩৮ দিন। এরপরে ১২ দিনে চার হাজার করোনা আক্রান্ত হয়ে ৫০তম দিনে এসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় পাঁচ হাজারে।

এরপর গত ৩ মে আক্রান্তের সংখ্যা ছুঁয়ে যায় দশ হাজারের ঘর। গত ১৫ মে মোট আক্রান্তের সংখ্যা হয় বিশ হাজার। এর মাত্র তিনদিন পরেই আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৫ হাজার।

গত ১ জুন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০ হাজারে। গত ১১ জুন এ সংখ্যা স্পর্শ করে ৭৫ হাজারের ঘর। এর মাত্র সাতদিন পরেই আক্রান্তের সংখ্যা ২৫ হাজার বেড়ে এক লাখের ঘর স্পর্শ করে। এরপর ২ জুলাই একদিনে নতুন করে ৪ হাজার ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়ে দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

শুক্রবার (৭ আগস্ট) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো তিন হাজার ৩৩৩ জনের।

এছাড়া, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security