শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

নিউইয়র্কে শাটডাউনের মেয়াদ বাড়ালো ১৫ মে পর্যন্ত

যা যা মিস করেছেন

নিউইয়র্কের গভর্নর অ্যান্ডু কোমো আগামী ১৫মে পর্যন্ত এ রাজ্যের শাটডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। উপাত্ত তুলে ধরে তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটতে দেখা যাচ্ছে। তবে এক্ষেত্রে আরো ভালো ফলাফল পেতে নজরদারি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

গভর্নর হাসপাতাল ও আইসিইউতে রোগী ভর্তি কমছে বলে বৃহস্পতিবার উল্লেখ করেন। প্রতিদিনের ব্রিফিংকালে কোমো বলেন, ‘আমি লক্ষ্য করছি যে আক্রান্তের হার অনেক কমে গেছে।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি কেন্দ্রে আরো ৬০৬ জন মারা গেছে। বিগত ১০ দিনের মধ্যে প্রাত্যহিক হিসাবে এ সংখ্যা সর্বনিম্ন।

কোমো বলেন, আশার কথা হলো নিউইয়র্ক রাজ্য সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত নিউজার্সি ও মিশিগানে ১শ’টি করে এবং মেরিল্যান্ডে ৫০টি ভেন্টিলেটর অনুদান দেবে। নিউইয়র্কে কোভিড-১৯ ভাইরাসে কমপক্ষে ১১ হাজার ৫৮৬ জন মারা গেছে এবং ৫ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছে। সূত্র: এএফপি

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security