রবিবার, মে ৫, ২০২৪

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার বিষয়টি ‘টোটালি ফলস’: অর্থমন্ত্রী

যা যা মিস করেছেন

সরকারি চাকরিজীবীদের আবার বেতন বাড়ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘টোটালি ফলস’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রবিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

Abul mal the mail bd

গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদপত্র খবর প্রকাশ হয়েছে যে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা আরেক ধাপ বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। বার্ষিক বেতন বৃদ্ধি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হচ্ছে। এ বিষয়ে আজ রবিবার সচিবালয়ে নিজ দফতরে বৈঠক ডাকেন অর্থমন্ত্রী ।

অর্থমন্ত্রী বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে এসেছে আরেক দফা বেতন বাড়ছে, ইট ইজ টোটালি ফলস (পুরোপুরি মিথ্যা)। মোটেই আরেক দফা ইনক্রিমেন্টের কোন ব্যবস্থা আমরা করছি না এই মুহূর্তে। ’

মুহিত বলেন, ‘নো ইস্যু অব অ্যানাদার ইনক্রিমেন্ট, নো। এটা হচ্ছে ভবিষ্যৎ কিভাবে হবে। যেমন ২০১৭ সালে অনেক কিছু দাম বাড়বে। পণ্য মূল্যের ক্ষেত্রে ২০১৬ সালের সঙ্গে ২০১৭ সালের ভিন্নতা আছে। সো তাতে কিছু দেওয়া হতে পারে। ’

‘ফের বেতন বাড়নো হচ্ছে’- পত্রিকার এ হেডলাইনটা অসুবিধাজনক হয়েছে জানিয়ে মৃদু হেসে অর্থমন্ত্রী বলেন, ‘বাকিটা ঠিক আছে। হ্যাঁ আমরা বসেছি, ভবিষ্যতে কি হবে তা নির্ধারণ করার জন্য। ’

এর আগে স্থায়ী বেতন কমিশন গঠনের পরিবর্তে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণের উপায় খুঁজতে একটি বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণের উপায় খুঁজতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের (সমন্বয় ও সংস্কার) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security