সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

বিজিএমইএ ভবন নির্মাণের জন্য উত্তরায় জমি পাচ্ছে

যা যা মিস করেছেন

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতিকে (বিজিএমইএ) উত্তরায় অফিস ভবন করার জন্য জমি দেওয়া হবে। সেখানে আগামী দুই তিন বছরের মধ্যেই তারা নিজেদের অফিস ভবন নির্মাণ করতে পারবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

Tofaiel the mail bd

সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহম্মেদ আল বিয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘আদালতের এ রায়ে ভবন ভাঙার সিদ্ধান্তের সঙ্গে শ্রমিকদের কোনও সম্পর্ক নেই। কাজেই শ্রমিক অসন্তোষের কোনও প্রশ্নই ওঠে না। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে।’

তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে যে ত্রিশ লাখ লোক শহীদ হয়েছেন এই সংখ্যার সঙ্গে পৃথিবীর কারও কোনও দ্বিমত নেই। এই সংখ্যা নিয়ে দ্বিমত শুধু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। তার বক্তব্যের সঙ্গে পাকিস্তানের আইএস’র বক্তব্যের মিল পাওয়া যায়।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কাতার বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশে একশ ইপিজেডের মধ্যে কাতারের ব্যবসায়ীরাও একটিতে বিনিয়োগ করতে পারেন। এ বিষয়ে আমরা তাদের প্রস্তাবও দিয়েছি।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security