সোমবার, মে ৬, ২০২৪

বিএনপি নেতা বুলুসহ ৩৫জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

যা যা মিস করেছেন

BNP the mail bd

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট আদালতের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আসামিরা পলাতক থাকায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক নেতা আজিজুল বারী হেলাল প্রমুখ।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারিতে পল্টন থানা এলাকায় বিএনপির হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি করে গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন অজ্ঞাত আসামিরা। এ ঘটনায় পল্টন থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার পর পুলিশ তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security