বুধবার, মে ১, ২০২৪

জনসভার অনুমতি দেওয়ার ব্যাপারে কোনো প্রকার টালবাহানা করবেন না: রিজভী

যা যা মিস করেছেন

পুলিশকে হুঁশিয়ার করে তিনি বলেছেন, “পুলিশ যদি এ ধরনের অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক, বেআইনি ও সংবিধানবিরোধী ভূমিকা অব্যাহত রাখে, তবে জনগণের কাছে তাদের একদিন জবাবদিহি করতেই হবে।”

আজ শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, আমরা আবারও পুলিশ প্রশাসনকে বলতে চাই, ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসভা করার অনুমতি দেওয়ার ব্যাপারে কোনো প্রকার টালবাহানা, গড়িমসি করবেন না। আজকেই জনসভা অনুষ্ঠানের অনুমতি দিন।
পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, আপনারা আওয়ামী লীগের নয়, জনগণের সেবক হিসেবে আইনানুগ আচরণ করুন। পৃথিবীতে কখনোই প্রশাসনকে দলীয়করণ করে কোনো একনায়কের শেষ রক্ষা হয়নি। ক্ষমতাসীনদের মায়ামুগ্ধ হয়ে জনগণের অধিকার হরণ করে নিজেদের গণশত্রুতে পরিণত করবেন না।
আওয়ামী শাসকগোষ্ঠী এবং তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয় ও শঙ্কার রোগে ভুগছে মন্তব্য করে রিজভী বলেন, মানুষের জমায়েতের কথা শুনলেই তারা শঙ্কিত হয়ে উঠে। কারণ, বিরোধী দল আয়োজিত এ ধরনের গণজমায়েতে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ ওঠে। এ আশঙ্কায় সরকার পুলিশকে দিয়ে বিরোধী দলের সংবিধান স্বীকৃত কর্মসূচিকে নস্যাৎ করে চলেছে।
বিএনপির এ নেতা বলেন, পুলিশ কিসের প্রতিশোধ নিচ্ছে? ক্ষমতাবিলাসীদের স্বার্থপরতা রক্ষায় পুলিশ কেন ভূমিকা রাখছে? দেশকে কেন সর্বনাশের ধাক্কায় অতল গহ্বরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে? পুলিশ যদি এ ধরনের অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক, বেআইনি এবং সংবিধানবিরোধী ভূমিকা অব্যাহত রাখে তবে জনগণের কাছে তাদের একদিন জবাবদিহি করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক, মহিলাদলের সাধারণ সম্পাদক প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security