রবিবার, মে ৫, ২০২৪

ক্ষোভ ঝেড়ে এমপি তুহিনের দুঃখ প্রকাশ

যা যা মিস করেছেন

খাদিজাকে দেখতে গিয়ে সাংসদদের তোলা সেলফি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

মৃত্যুর সঙ্গে লড়া সিলেট সরকারি কলেজের ছাত্রী খাদিজা বেগমকে দেখতে গিয়ে সেলফি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগের তিন নেত্রী।

 রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন খাদিজা। ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। সেখানেই বুধবার তাকে দেখতে গিয়েছিলেন সরকার দলীয় সংসদ সদস্য ও ঢাকা উত্তর এলাকার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবিনা আক্তার তুহিন, মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অপু উকিল এবং যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কোহেলী কুদ্দুস মুক্তি।

সাবিনা আক্তার তুহিন নিজেই খাদিজার পাশে দাঁড়িয়ে এই সেলফি তোলেন। ছবিটি নিজের ফেসবুক আইডিতে আপলোডও করেন তিনি। তার পাশে অপু উকিল এবং কোহেলী কুদ্দুস মুক্তিকে দেখা গেছে।

ফেসবুকে আপলোড হওয়া এই সেলফি মুহূর্তের মধ্যে দেশ ছেড়ে বিদেশেও ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে এই তিন নেত্রীকে নিয়ে নানা বিদ্রুপপূর্ণ মন্তব্য।

এভাবে আইসিউতে ছবি তোলা যুক্তিযুক্ত না বলে জানিয়েছেন অপু উকিল। এটা উচিত হয়নি বলে মনে করেন অপু। এর সঙ্গে তিনি জড়িত না বলেও দাবি করেন।

তবে তাদের তোলা সেলফি নিয়ে সমালোচনা হওয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন এমপি তুহিন। বুধবার গভীর রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আমাদের ছবি নিয়ে যে মাতামাতি হচ্ছে এতে মনে হচ্ছে- খাদিজা ইস্যু রেখে আমরা মুখ্য হয়ে গেলাম মনে হচ্ছে। কত ক্ষতি করে ফেলেছি। পারিবারিক সহিংসতা বেড়েছে … এ ধরনের নারী নির্যাতন প্রায়ই হচ্ছে। এর জন্য সবার উচিত সন্তানদের প্রতি নজর দেয়া। ছেলে-মেয়েরা কি করছে তা খেয়াল করা। এখন সব কিছু সরকারের কাঁধে দিয়েই সবার দায়িত্ব যেন শেষ হয়ে যায়। বেডরুমে কিছু হলেও সরকারের দোষ। দেশে এত ধনী আছে কেউ দশ পয়সা দিয়ে সাহায্য করবে না। কেবল সরকারের তহবিলের প্রতি নির্ভরশীল হবে আর কিছু হলে সরকারকে গালি দিয়ে কর্তব্য শেষ।

তিনি আরও লেখেন, রাজনীতিবিদদের এত দোষ কিন্তু সাহায্যের হাত রাজনীতিবিদরাই বাড়ায় সব সময়। আমার ২১ দিনের বাচ্চা রেখে বেদম মেরে জেল খানায় পাঠায় তখন ধীক্কার জানানোর জন্য কেবল আওয়ামী লীগকেই পাই আর সুশীল সমাজ নাক ডেকে ঘুমান। সাবেক ছাত্রলীগ নেতা যে ছাত্রলীগ করে না তার দোষ ছাত্রলীগকেই নিতে হবে অথচ তাঁরাই খাদিজাকে রক্ত দেয় তাঁরাই গনধোলাই দিয়ে পুলিশে দেয়। ইমরানের কথা শুধু আমরাই বলবো সুশীলদের মানা। কারন ও যে ছাত্রলীগ। শেখ হাসিনা দেশরত্ন আর উনার দল ব্যতীত কাউকে খাদিজার পাশে দেখা যাবে না এটাই সত্যি।”

তবে বৃহস্পতিবার সকালে দেয়া এক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেন তুহিন। অবশ্য এখানেও সাংবাদিকদের সমালোচনা করেন তিনি।

তুহিন লেখেন, “আমার গতকালের স্ট্যাটাসের জন্য যদি আমার কোনো ভুল হয়ে থাকে এবং কেউ মর্মাহত হয়ে থাকেন আমি এ ব্যাপারে দু:খিত।  স্ট্যাটাসে তিনি লেখেন, ‘কালকে খাদিজা নামের মেয়েটা মারা গেছে বলে যে তথ্য বের হয়েছে, আমরা দেখাতে চেয়েছি মেয়েটা বেঁচে আছে, এ জন্যই ছবিটা তোলা। স্ট্যাটাসে বদরুলের ফাঁসি চেয়ে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে। নারী হিসেবে মেয়েটির পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে তাঁর পাশে আছি, এটা বোঝানোর জন্য তাঁর ব্যাপারে স্ট্যাটাস দেওয়া। ভালো মন-মানসিকতা নিয়ে তাঁর পাশে একজন নারী হিসেবে পশুর বিচার চেয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে। ছাত্রলীগের নামধারী যে এখন ছাত্রলীগ করে না, আমরা তাঁর পক্ষে না, আমরা নির্যাতিতের পক্ষে। এ ছবির অর্থ কেউ ভিন্নভাবে নিতে পারে।…আমরা সকল নির্যাতিত নারীর পক্ষে।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security