রবিবার, মে ৫, ২০২৪

বরিশালে সন্ধ্যা নদীতে লঞ্চডুবি: ১৩ জনের লাশ উদ্ধার

যা যা মিস করেছেন

জানা গেছে, এমএল ঐশী নামের লঞ্চটি ৫০ জন যাত্রী নিয়ে বানারিপাড়া থেকে উজিরপুরে যাচ্ছিল। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার দাসের হাট এলাকা ঘেঁষা ওই নদীতে লঞ্চটি ডুবে যায়। এ সময় কয়েকজন সাতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশিরভাগ যাত্রী ডুবে যান। নিখোঁজ রয়েছেন ২০-২৫ যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন, পুলিশ ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযানে নামেন। পুলিশ সুপার  জানান, বানারীপাড়া লঞ্চঘাট থেকে লঞ্চটি উপজেলার হাবিবপুর যাচ্ছিল। পথিমধ্যে দাসের হাট মসজিদবাড়ি এলাকায় যাত্রী উঠানোর জন্য নোঙ্গর করার সময় এ দুর্ঘটনা ঘটে।
লঞ্চের উদ্ধার পাওয়া যাত্রী রোকসানা জানান, দুর্ঘটনা কবলিত নৌযানটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলো। দাশের হাটে যাত্রী ওঠানোর সময় নদীর পাড়ের বিশাল অংশ ভেঙে যাওয়ায় তীব্র স্রোতের সৃষ্টি হয়। এ সময় লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আতঙ্কিত যাত্রীরা তাড়াহুড়ো করে লঞ্চের এক পাশে এলে লঞ্চটি কাত হয়ে নিমজ্জিত হয়। মসজিদবাড়ি ঘাটে কোনো পন্টুন না থাকায় কাঁচা মাটির উপর লঞ্চটি ভেড়ানো হয়েছিলো। ঐ স্থানটি ভাঙন কবলিত হওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে এমএল ঐশী।
নদীর একেবারে তীরবর্তী এলাকায় দুর্ঘটনা ঘটলেও মাত্র ৫ জন যাত্রী সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। পানির তীব্র স্রোতের কারণে বাকি যাত্রীরা কেউ তীরে উঠতে পারেনি।
বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক  জানান, দুর্ঘটনার খবর পেয়েই তারা তাত্ক্ষণিক বানারীপাড়া গিয়ে সন্ধ্যা নদীতে উদ্ধার অভিযানে নামেন। নদীতে তীব্র পানির স্রোত থাকায় উদ্ধার অভিযান বার বার ব্যাহত হয়। নানান প্রতিকূলতার মাঝেই ফায়ার সার্ভিসের ডুবুরীরা বেলা তিনটার দিকে নিমজ্জিত নৌযানটি পানির তলদেশে শনাক্ত করতে সক্ষম হন।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক  জানান, ফিটনেস বিহীন ঐ নৌযানটির রুট পারমিট কিংবা কোনো সার্ভে সনদ ছিলো না। আপাতত জরুরী উদ্ধার অভিযানে থাকায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security