শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের সঙ্গে গোলাগুলি,নিহত ৯ জন

যা যা মিস করেছেন

Kollanpur the mail bd

রাজধানীর কল্যাণপুর ফুটওভার ব্রিজের পাশে একটি বাড়িতে জঙ্গি আস্তানা খুঁজে পেয়েছে পুলিশ।  সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেখানে পুলিশ অভিযান চালালে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়েছে।

রাত সোয়া ৩টার দিকে মিরপুর বিভাগের এডিসি জমির উদ্দিন বাংলামেইলকে জানিয়েছেন, কল্যাণপুরের ৫ নম্বর রোডের একটা বাসা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ওই বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।  ভোর ৬টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়েছে।

অভিযানে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় নিহত হয়েছে ৯ জন।এরা সবাই জঙ্গি বলে জানিয়েছে পুলিশ। এখন পুরো আস্তানায় তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রায় ১০০০ সদস্য এ অভিযানে অংশগ্রহন করে। মুহুর্মূহু গুলির শব্দের প্রতিকম্পিত হয় পুরো এলাকা।

সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে।  পরে মিরপুর থানাসহ আশেপাশের থানার পুলিশকে জরুরি তলব করে ওই এলাকায় অভিযান শুরু করে পুলিশ।

অভিযানে থাকা পুলিশের এক এসআই জানান, রাতে ওয়ারলেসে জরুরি তলবের ভিত্তিতে তারা কল্যাণপুর ফুটওভার ব্রিজের আশেপাশের এলাকা ঘিরে ফেলেছেন।

আড়াইটার দিকে কল্যাণপুরের সহকারী কমিশনার (এসি) বলেন, কল্যাণপুর ৫ নম্বর সড়ক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে দুর্বৃত্তরা।  প্রচণ্ড বলে গুলি হচ্ছে, কথা বলার মতো অবস্থা নাই।

পুলিশের সূত্র বলছে, ওই এলাকায় একটি জঙ্গি আস্তানা রয়েছে এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।  এখন পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security