বুধবার, মে ১, ২০২৪

পুলিশের ৪টি এপিসি কার ঘটনাস্থলে

যা যা মিস করেছেন

রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামে একটি রেস্টুরেন্টে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় পুলিশের বিশেষায়িত টিম ‘সোয়াত’ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এছাড়া বোমা নিষ্ক্রিয়কারী দল, পুলিশের ৪টি এপিসি কারও ঘটনাস্থলে আনা হয়েছে।

apc car of bangladesh police on gulshan attack the mail bd

উপস্থিত হয়েছেন ঢাকা মেট্রোপলিশন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। ঘটনাস্থলে রয়েছেন র‍্যাবের ডিজি বেনজির আহমেদ, র‍্যাব, পুলিশ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রেস্টুরেন্টটির পাশে লেকভিউ হসপিটাল ও নরডিক ক্লাব নামে দু’টি ভবন রয়েছে।

এদিকে ওই ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন নিহত হয়েছেন বলে জানা গেছে। রেস্টুরেন্টটির ভেতরে বিদেশি নাগরিকসহ ৩০ জনের বেশি মানুষকে সন্ত্রাসীরা জিম্মি করেছে।

পুলিশ জানায়, সন্ত্রাসীরা সেখানে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ রেস্টুরেন্টটিতে প্রবেশ করতে চাইলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর আত্মরক্ষায় পুলিশ গুলি চালায়। এতে রাত সাড়ে ৯টা থেকে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটছে।

তবে এখন পর্যন্ত পুলিশ রেস্টুরেন্টটিতে প্রবেশ করতে পারেনি

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security