মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

হালুয়ার সাথে রুমালি রুটি

যা যা মিস করেছেন

আসছে শব ই বরাত, এসময় সবাই বানিয়ে থাকে নানা পদের হালুয়া। সেই হালুয়ার সঙ্গে যদি থাকে সুস্বাদু রুটি বা পরোটা তাহলে তো কথাই নেই। সেই জন্য আপনাদের কাছে তুলে ধরা হল মজাদার একটি রেসিপি রুমালি রুটি।

 

rumali roti the mail bd

উপকরণ : ১ কাপ ময়দা, লবণ স্বাদমতো, বেকিং পাউডার (ইচ্ছে হলে) আধা চা চামচ, তেল দেড় টেবিল চামচ, পানি প্রয়োজন মতো।
প্রণালি : একটি বোলে ময়দা, লবণ, বেকিং পাউডার (ইচ্ছে হলে) ভালো করে মিশিয়ে নিন। তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেশান। পানি মিশিয়ে একটি নরম খামির তৈরি করুন। হাতে অল্প তেল মেখে খামিরটির গায়ে মেখে ঢেকে রাখুন কিছুক্ষণ।

খামির থেকে ছোট বল আকৃতির নিয়ে বেলে গোল রুটি তৈরি করে হাত দিয়ে ঘুরিয়ে বড় আকৃতির রুটি তৈরি করবেন। রুটি সেঁকার তাওয়ায় রুটি ভেজে নিন খুব সাবধানে।

পরিবেশনের সময় বড় আকৃতির রুটি ভাঁজ করে পরিবেশন করুন। 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ