শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বিজয় দিবসে প্রচারণায় ব্যস্ত মৌসুমি

যা যা মিস করেছেন

রাজনৈতিক দলের প্রচারণায় নেমেছেন চিত্রনায়িকা মৌসুমী। তার দলীয় প্রতীক কবুতর। ভোট চাইতে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন তিনি। চলছে জনসভা। মিছিল-মিটিং। পুরোদস্তুর রাজনৈতিক কর্মী হিসেবেই বিজয়ের দিনে আবির্ভূত হলেন মৌসুমী। তবে বাস্তবে নয়, অভিনয়ে।

moushumi the mail bd

বিজয় দিবসে প্রকাশ পেয়েছে নির্মাতা দিলশাদুল হক শিমুলের চলচ্চিত্র ‘লিডার’র প্রথম গান। ‘বঙ্গবন্ধু হও আবার’ শিরোনামে গানের তালে দেখা মিলল রাজনৈতিক মৌসুমীর। প্রিয়দর্শিনী এই নায়িকাকে এমন চরিত্রে খুব একটা দেখা যায়নি। ২০১৬ সালের মুক্তি পাবে ছবিটি।

এ সম্পর্কে নির্মাতা দিলশাদুল হক শিমুল বলেন, ‘লিডার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অনন্য কাহিনী নির্ভর চলচ্চিত্র। পুরোটাই রাজনৈতিক। বিজয়ের দিনে আমার প্রথম ছবি ‘লিডার’-এর প্রথম গান মুক্তি দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। সবাই আমার জন্য প্রার্থনা করবেন যাতে ‘লিডার’-এর মাধ্যমে বাংলা চলচ্চিত্রে বিশেষ কিছু দিতে পারি।’

ছবিটিতে মৌসুমী ছাড়া আরো অভিনয় করেছেন ফেরদৌস, ওমর সানি, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খানসহ অনেকে।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে প্রকাশ হয়েছে দিলশাদুল হক শিমুলের প্রামাণ্য চলচ্চিত্র ‘সুলতান’। এর বিষয়বস্তু বরেণ্য চিত্রনির্মাতা তারেক মাসুদ। ইতোমধ্যে চলচ্চিত্রটির বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নির্মাতা এখনো ‘সুলতান’-এর প্রদর্শনী চালিয়ে যাচ্ছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security