বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কোরআন ছুঁয়ে শপথ নিলেন আমেরিকার প্রথম মুসলিম নারী বিচারক

যা যা মিস করেছেন

আমেরিকায় মুসলমানদের প্রবেশ ও বসবাস সংক্রান্ত নানা বিতর্কের মাঝে সেখানে প্রথমবারের মতো এক মুসলিম নারী বিচারক শপথ নিলেন।

ওই মুসলমান নারী বিচারকের নাম ক্যারোলিন ওয়াকার ডিয়ালো। first muslim judge of america the mail bd

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে কারিমে ছুঁয়ে বিচারক হিসেবে শপথ নেন ৪০ বছর বয়সী ওই নারী। তাকে শপথ পড়ান ওই কোর্টেরই আরেক নারী বিচারপতি ক্যাথি কিং।

ক্যারোলিন কিংস কাউন্টির সপ্তম মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট সিভিল কোর্টের বিচারক।

নির্বাচনের মাধ্যমে ব্রুকলিনের বাসিন্দা কৃষ্ণাঙ্গ ক্যারোলিন বিচারক নির্বাচিত হয়েছেন চলতি বছরের ৩ নভেম্বর। নির্বাচনে তার পক্ষে সরব ছিলেন প্রবাসী বাংলাদেশীরাও।

নিউইয়র্কের ব্রুকলিন বরো হলে এই শপথ অনুষ্ঠানে পবিত্র কোরআনে কারিম থেকে পাঠ এবং মোনাজাত করেন বাংলাদেশি ইমাম মাওলানা কাজী কাইয়ুম। মোনাজাতের আগে সম্প্রতি ক্যালিফোর্নিয়া, প্যারিসসহ বিভিন্ন স্থানে জঙ্গী হামলায় হতাহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অন্যান্য ধর্মীয় নেতারাও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানে বিচারক ডিয়ালোর মেয়ে মারয়াম ডিয়ালো পবিত্র কোরআনে কারিমের কিছু অংশ অনুবাদ করে শোনান। যেখানে শান্তি ও সাম্যের কথা বলা হয়েছে।

শপথ শেষে বিচারপতি ক্যারোলিন বলেন, ‘আমি এ দায়িত্ব পেয়ে আনন্দিত। আমি বিনয়ের সঙ্গে সবার অবগতির জন্য বলতে চাই যে, শান্তিপূর্ণ সমাজ গঠনে বিচার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আশি করি, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমি সবার সহযোগিতা পাব।’

চলমান সময়ের রাজনৈতিক বিতর্ক নিয়ে তার মন্তব্য হলো, ‘আমেরিকার মানুষ সঠিক সময়ে সঠিক নিতে পারে। সুতরাং বাজে কোনো বিষয় নিয়ে সময় ব্যয় করার মানে হয় না।’

 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security