মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

মুসলমানদের পাশে দাঁড়ালেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই

যা যা মিস করেছেন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মুসলমান ও সংখ্যালঘুদের প্রতি তাঁর দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সিইও সুন্দর পিচাই। মুসলমানদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে যখন সমালোচনা চলছে, তখন তিনি তাঁর এ অবস্থানের কথা জানালেন। google the mail bd

এনডিটিভি অনলাইনের আজ শনিবারের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে একটি ব্লগ পোস্টে সুন্দর পিচাই এমন মন্তব্য করেছেন। ভারতীয় বংশোদ্ভূত এই গুগল প্রধান লিখেছেন, ‘এ ধরনের অসহিষ্ণুতা হতাশাজনক। আমাদের অবশ্যই যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের মুসলমান ও সংখ্যালঘুদের সমর্থন করা উচিত।’

৪৩ বছর বয়সী এই টেক নির্বাহী বলেন, মুক্ত-মন, সহিষ্ণুতা ও নতুন মার্কিনিদের গ্রহণ করার মানসিকতা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। নিজের জীবনের গল্প উল্লেখ করে তিনি বলেন, ২২ বছর আগে তিনি ভারত থেকে যুক্তরাষ্ট্রে যান। বর্তমানে তিনি গুগলের প্রধান নির্বাহী। যুক্তরাষ্ট্র লাখ লাখ অভিবাসীর জন্য ‘সম্ভাবনার দেশ’।

লেখাটি লেখার প্রসঙ্গে সুন্দর পিচাই বলেন, তাঁর মনে হয়েছিল এই বিতর্কে যোগ দেয়া হয়তো নতুন করে বিতর্কটিকে উসকে দেবে। তবে শেষ পর্যন্ত তাঁর মনে হয়, বিষয়টি নিয়ে কথা বলা উচিত। বিশেষত তাঁদের কথা বলা উচিত, যারা এ ধরনের হুমকির মধ্যে বাস করছেন না। প্রত্যেকেরই নিজের মত প্রকাশের অধিকার আছে। একইসঙ্গে যারা কম প্রতিনিধিত্বশীল, তাদের জানাতে হবে—সবাই একই রকম ভাবে ভাবেন না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ একেবারে বন্ধ করে দিতে হবে। তাঁর এই বক্তব্যের সমালোচনা করে মুসলমানদের পাশে থাকার কথা বলেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও আমাজন প্রধান জেফ বেজোস।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security