সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

অসময়ে ও তরমুজ সাম্মাম চাষে সাফল্য

যা যা মিস করেছেন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

প্রবাসী জালাল উদ্দিন দীর্ঘ দুই যুগ সৌদি আরবে প্রবাস জীবনে ছিলেন। প্রবাস জীবনে পরিবারের জন্য ভালো কিছু করতে পারেননি। তবে দেশে ফিরে কৃষি উদ্যোক্তা হয়ে দেখেছেন সফলতার মুখ।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বাসিন্দা জালাল উদ্দিন। করোনাকালীন সময়ে সৌদি আরব থেকে দেশে আসেন। এরপর বিভিন্ন ঝামেলায় প্রবাসে যাওয়ার প্রতিবন্ধকতা তৈরি হয়। তখন তিনি নিঃস্ব হয়ে পড়েন। কোন উপায় না পেয়ে উদ্যোগ নেন কৃষিতে বাকি জীবন অতিবাহিত করবেন।

জালাল উদ্দিন বলেন, প্রথমে ধানের জমিতে মালচিং পদ্ধতি ব্যবহার করে প্রথমে শসা দিয়ে শুধু করি। প্রথমেই সফলতার মুখ দেখেছি। পরে করোলা ও তরমুজ রোপন করেছেন। একের পর এক সফলতা নিয়ে এখন প্রতি মাসে লক্ষাধিক টাকার ও বেশি আয় হয়।
তিনি বলেন, শসা চাষের মাধ্যমেই শুরু করলেও পর্যায়ক্রমে চাষ করেন তরমুজ, করলা, লাউ, কাঁচা মরিচ ও বিদেশি ফল সাম্মাম সহ বিভিন্ন জাতের সবজি। সব কিছুতেই সফলতা আসে এই উদ্যোক্তার।

তিনি আরও বলেন, প্রায় ১৫ শতাংশ জমিতে তরমুজ আবাদের জন্য প্রস্তুত করেছেন। এখন তার কৃষি খামারে শসা, করলা, লাউ ও কাঁচামরিচের পাশাপাশি প্রায় ৮০০পিছ তরমুজ ও ১২০ পিছ সাম্মাম রয়েছে।

জালাল উদ্দিন বলেন, কৃষিতে শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে। যদি শিক্ষিত সমাজ কৃষিতে আসে তাহলে কৃষি ব্যবস্থাপনা আরো উন্নতি হবে। এই কৃষিকে পুঁজি করে একজন শিক্ষিত বেকার যুবক মাসে লক্ষাধিক টাকা আয় করতে পারবে।

পূর্বজুড়ী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত ধর রনি বলেন, যারা কৃষিকে পেশা হিসাবে নিতে চায় তারা গতানুগতিক পদ্ধতিতে না গিয়ে আধুনিক কৌশল প্রযুক্তি গ্রহণ করতে হবেএবং সিজোনাল ফসল না করে অগ্রিম চিন্তা করতে হবে। তাহলে লাভ বেশি হবে।

তিনি বলেন, জমিতে যত ফসল ফলাবেন মাটি তত উর্বর হবে। এজন্য পতিত জায়গাগুলোতে জালাল উদ্দিনের মতো মানুষজন কৃষিতে এগিয়ে আসলে নিজেরাই লাভবান হবেন। এবং নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরী হবেন।

জুড়ী উপজেলা কৃষি কর্মকতা মো: মাহমুদুল আলম খাঁন বলেন, জালাল উদ্দিন যখন আমাদের সাথে যোগাযোগ করেন তখন আমরা সিলেট উন্নয়ন প্রকল্প এর মাধ্যমে খরা মৌসুমের জন্য তাদেরকে পানির জন্য এলএলপি পাম্প এবং ১০০মিটার ফিতা পাইপ দেই। এনএটিপি প্রকল্প এর মালচিং শীট প্রদান করি। এ প্রযুক্তিতে সার ও পানির প্রয়োজন হয়না। যার ফলে প্রযুক্তি ব্যবহার করে তারা লাভবান হয়।

তিনি বলেন, আমাদের উপজেলার প্রশিক্ষণ গুলোতে অংশগ্রহণের মাধ্যমে তিনি কৃষি সম্পর্কে আরও তথ্য জানতে পারেন। এতে সেই অনুযায়ী কাজ করেন। জালাল উদ্দিনের মতো প্রবাস ফেরত ব্যক্তিদের কৃষিতে আমরা স্বাগত জানাই। এরকম লোকদের আমরা সর্বাত্মক সহযোগীতা করব।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security