বুধবার, মে ১, ২০২৪

মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি মডেল থানার হারুনুর রশিদ

যা যা মিস করেছেন

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় মৌলভীবাজার সদর মডেল থানা অফিসার ইনচার্জ শ্রেষ্ঠ ওসি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।

চলতি বছরে ২য় বারের ন্যায় এই মাসেও জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হলেন মৌলভীবাজার সদর মডেল থানা অফিসার ইনচার্জ।
এপ্রিল মাসের মাসিক অপরাধ সভায় জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জেলার সকল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল/আসামী গ্রেপ্তার ও বিভিন্ন পর্যায়ে অভিন্ন মানদন্ডে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করে। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মৌলভীবাজার সদর মডেল থানার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এবং শ্রেষ্ঠ এসআই(নিঃ) মোঃ ইমতিয়াজ সরকার, শ্রেষ্ঠ এএসআই(নিঃ) মোঃ মাহবুবুল আলম, ভাল কাজের স্বীকৃতিস্বরূপ এসআই(নিঃ) কাঞ্চন দাশ বিশেষ পুরস্কারে পুরস্কৃত হন।
উক্ত মাসিক অপরাধ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন সহ অত্র জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি, মৌলভীবাজার জেলা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, টিআই এ্যাডমিনসহ অন্যান্য অফিসারবৃন্দ।
মৌলভীবাজার মডেল থানা ইনচার্জ বলেন, সদর মডেল থানা পুলিশের প্রতিটি সদস্যেদের স্বপ্ন অপরাধমুক্ত মৌলভীবাজার গঠন, সেই লক্ষ্যে আমাদের প্রতিটি পুলিশ সদস্য আন্তরিকতার সাথে কাজ করে থাকে। সার্বিক মানদন্ডে আমরা অত্র জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের প্রতি ভাল কাজের স্বীকৃতি দেয়ার জন্য।
যেকোন চ্যালেঞ্জ মোকাবেলাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রনে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বদ্ধ-পরিকর। অপরাধমুক্ত মৌলভীবাজার গঠনই আমাদের মূল লক্ষ্য ও প্রত্যাশা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security