বৃহস্পতিবার, মে ২, ২০২৪

অভয়নগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস পালিত

যা যা মিস করেছেন

“জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার” এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের আয়োজনে পালিত হয়েছে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও পথ শিশুদের মাঝে কেক কেটে দিনটি পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

পরে উপজেলর সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজের মঞ্চে এক আলোচনা সভা, পুরুষ্কার বিতরনী ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত সভায় সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও দাতা সদস্য মোঃ মোসলেম উদ্দিন সরদারের সভাপতিত্বে ও সাংবাদিক ও প্রাক্তন শিক্ষক সুনীল দাশ এর সঞ্চালনায় – প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার বলেন- প্রধান অতিথি অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার তার বক্তব্যে বলেন গোপালগঞ্জের বাগাইর নদীর কোল ঘেঁষে গড়ে উঠা ছায়াঘেরা জনপদ টুঙ্গিপাড়া নামক গ্রামে ১৯২০ সালের এই দিনে জনাব লুৎফর রহমান ও সায়রা খাতুন দম্পতির কোলকে আলোকিত করে জন্ম গ্রহন হয় এক শিশুর। সেই শিশুটি তাঁর প্রঙ্গা,মেধাও দৃঢ় মননশীলতার মাধ্যমে কঠিন নেতৃত্বের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন।যার জন্ম না হলে এই স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। আমাদের পরাধীনতার শৃঙ্খলে বন্ধী থাকতে হতো। বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বাধীন না হতো তাহলে আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া ডিজিটাল বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পারতাম না।

তিনি আরো বলেন বঙ্গবন্ধু শিশুকাল থেকেই একজন আত্ব মর্যাদা শীল মানুষ ছিলেন। স্কুল জীবন থেকেই রাজনৈতিক সচেতন লোক হিসেবে কাজ শুরু করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল মোঃ সাইফুল ইসলাম,গ্রাম ডাক্তার কল্যান সমিতির কেন্দ্রীয় সহ- সভাপতি ও যশোর জেলার সভাপতি এম এ গফুর, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির অভয়নগর উপজেলার সভাপতি ফজল রাব্বি সুজন সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষক শিক্ষার্থী গন এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

পরে অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন কারি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন।তারপর সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজে সততা স্টোরের শুভ উদ্বোধন করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রী মেডিকেল ক্যাম্পে দেড় শতাধিক মহিলা রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security