বুধবার, মে ১, ২০২৪

গুগালিছড়া খালটির প্রান ফিরে পাচ্ছে!

যা যা মিস করেছেন

দীর্ঘ ৫০ বছর পর দখল-দূষণে থাকা মরা গুগালিছড়া খাল প্রাণ ফিরে পাচ্ছে।
অদ্য রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মরা গুগালিছড়া খালটির খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুলাউড়া পৌরবাসীর দুর্গতি নিরসনে এই খনন কাজ ভবিষ্যতে জলাবদ্ধতা-বন্যা মোকাবেলায় অনবদ্য ভূমিকা রাখবে।
উছলাপাড়াস্থ আবদুল বারী জহুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পৌরমেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ৬০ লক্ষ টাকা ব্যয়ে এ খনন কাজের উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন- কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফজলুল হক খাঁন সাহেদ, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই সহ পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।
মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ জানান, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে দীর্ঘ ৫০ বছর পর নদী খনন প্রকল্পের আওতায় মরা গুগালিছড়া খাল খননের উদ্বোধন করা হয়েছে।
এতদিন খালটির খনন না করায় পৌরসভার বিভিন্ন এলাকা অল্প বৃষ্টিতে প্লাবিত হত। এতে করে জলাবদ্ধতার সৃষ্টি হত। এখন বর্ষা মৌসুমে আর জলাবদ্ধতা থাকবেনা বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের গনমাধ্যমে কর্মীবৃন্দ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security